A Reang Student’s Fedaration সিলভার জুবিলি উদযাপন।

২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সালথাং মনুর দখলসিং রিয়াং পাড়ার সংগ্রাংমা মাঠে আয়োজিত জাঁকজমকপূর্ণ রজত জয়ন্তী উদযাপনে প্রায় ৮০০ ছাত্রছাত্রীর অংশগ্রহণ; অতিথিদের আহ্বান— নেশামুক্ত সমাজ গঠনে ছাত্ররাই হোক অগ্রণী।

শান্তির বাজার , ত্রিপুরা : অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজ্যভিত্তিক রিয়াং স্টুডেন্ট ফেডারেশনের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে “রজত জয়ন্তী” উদযাপন অনুষ্ঠিত হলো শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনুর দখলসিং রিয়াং পাড়ার সংগ্রাংমা মাঠে। রিয়াং জনগোষ্ঠীর শিক্ষা, সাংস্কৃতিক উন্নতি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে আয়োজিত এই সিলভার জুবিলি অনুষ্ঠানে সকাল থেকে ভিড় জমতে শুরু করে ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সাধারণ মানুষজনের।

অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী। ছাত্র-ছাত্রীরা ফুলের অর্ঘ্য ও ঐতিহ্যবাহী রিয়াং সাজসজ্জার মাধ্যমে উপস্থিত অতিথি ও মন্ত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠানের পরিবেশকে আরও বর্ণিল করে তোলেন। এরপরে আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার রাজবংশীয় উত্তরসূরি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উদ্বোধকের পাশাপাশি তিনি অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্বও পালন করেন।

Read more: A Reang Student’s Fedaration সিলভার জুবিলি উদযাপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও অতিথি আসন অলংকৃত করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বীরচন্দ্র মনু জোনাল চেয়ারম্যান নারায়ণ রিয়াং, গোমতী জেলার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা জৈন ভিক্টো রিয়াংসহ রিয়াং স্টুডেন্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য তীর্থ রাম রিয়াং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়— রাজ্যের বিভিন্ন মহকুমার মোট ১২টি রিজন থেকে প্রায় ৮০০ জনেরও বেশি ছাত্রছাত্রী আজকের অনুষ্ঠানে যোগদান করেন। দিনভর চলা রঙিন অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, বক্তৃতা এবং রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন প্রতিভার প্রদর্শনী।

উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। তারা বলেন— নেশার করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে এবং খেলাধুলা, সামাজিক কর্মসূচি, সুশাসন, শৃঙ্খলা ও পাঠ্যচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অতিথিদের এই উদ্বুদ্ধমূলক বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। বিভিন্ন কলেজ ও এলাকার ছাত্রছাত্রীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও লোকসংস্কৃতির বৈচিত্র্যময় পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন। ফলে অতিথি এবং উপস্থিত সকল দর্শকই আনন্দ ও বিনোদনে ভরপুর একটি দিন উপভোগ করেন।

রিয়াং জনজাতির ছাত্র-ছাত্রীদের সংগঠনটির ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সিলভার জুবিলি উদযাপন ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিলক্ষিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সংগঠনের সক্রিয় ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, রিয়াং সম্প্রদায়ের শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে এই ধরনের অনুষ্ঠান আরও নতুন দিগন্ত উন্মোচন করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Pristha Pramukh: মোহনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন।

  • By TheNews9
  • December 14, 2025
  • 0
  • 36 views
Pristha Pramukh: মোহনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন।

অনির্বান মেমোরিয়াল একাডেমির তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন।

  • By TheNews9
  • December 13, 2025
  • 0
  • 22 views
অনির্বান মেমোরিয়াল একাডেমির তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন।

২০তম সরস মেলা ২০২৫-এ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টল।

  • By TheNews9
  • December 13, 2025
  • 0
  • 17 views
২০তম সরস মেলা ২০২৫-এ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টল।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’

  • By TheNews9
  • December 13, 2025
  • 0
  • 12 views
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’

Sabitri Gold Plating Jewelleryতে শুরু হলো ৪৫ দিনের গ্র্যান্ড ওপেনিং মেগা ফেস্টিভ্যাল

  • By TheNews9
  • December 10, 2025
  • 0
  • 136 views
Sabitri Gold Plating Jewelleryতে শুরু হলো ৪৫ দিনের গ্র্যান্ড ওপেনিং মেগা ফেস্টিভ্যাল

রইশ্যাবাড়িতে নবনির্মিত ব্লক ভেটেরিনারি হাসপাতালের শুভ উদ্বোধন।

  • By TheNews9
  • December 9, 2025
  • 0
  • 28 views
রইশ্যাবাড়িতে নবনির্মিত ব্লক ভেটেরিনারি হাসপাতালের শুভ উদ্বোধন।

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wp_print_speculation_rules' not found or invalid function name in /home/thenewsb/public_html/wp-includes/class-wp-hook.php on line 324