বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণে মাতোয়ারা ছাত্রছাত্রী; বিশেষ কারণে মন্ত্রী বিকাশ দেববর্মার অনুপস্থিতিতে উদ্বোধন করেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার।
লেম্বুছড়া, বামুটিয়া । ২২ নভেম্বর ২০২৫ঃ আজ লেম্বুছড়া স্থিত ফাতিমা কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত Annual Day Program। প্রতিবছরের মতো এ বছরও বিদ্যালয় প্রাঙ্গণ সাজেছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের নানান আয়োজনকে কেন্দ্র করে, যেখানে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শুরু থেকেই দেখা যায় ছোট্ট থেকে বড়—সকল শ্রেণির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। সাংস্কৃতিক নৃত্য, গান, আবৃত্তি, অভিনয় সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং সম্মাননা। মঞ্চ জুড়ে ছাত্রছাত্রীদের প্রতিভা প্রদর্শনে উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ একটি কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনায় কোনো ঘাটতি হয়নি।
বরং বার্ষিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বামুটিয়া বিধায়ক নয়ন সরকারের হাত ধরে। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
সভাপতি, প্রধান শিক্ষিকা এবং অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং চারিত্রিক গঠনে বিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং উজ্জ্বল মুখের আনন্দে দিনভর উৎসবমুখর হয়ে ওঠে ফাতিমা কনভেন্ট এইচএস স্কুলের বার্ষিক অনুষ্ঠান।








