জামটিলায় প্রণবেন্দু শীলের রাবার বাগানে ধারাবাহিক নাশকতা; এলাকাব্যাপী আতঙ্ক, পুলিশ তদন্তে নেমেছে।
খোয়াই, ত্রিপুরা । রিপোর্ট-কালিদাস ভৌমিকেরঃ খোয়াই জেলার জামটিলা এলাকায় ফের দুষ্কৃতীদের তাণ্ডব। শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে রাতের অন্ধকারকে ঢাল করে দুষ্কৃতীরা কেটে দিয়েছে প্রায় ৪০ থেকে ৫০টি দুই বছরের রাবার গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাবার চাষি প্রণবেন্দু শীল। রাবার বাগানকে কেন্দ্র করে এ ধরনের হামলা এই প্রথম নয়—এর আগেও দু’বার রহস্যজনকভাবে তার বাগানের ক্ষতি করা হয়েছিল।
ঘটনার বিবরণে উঠে এসেছে, প্রায় দুই বছর আগে নিজস্ব জমিতে বহু স্বপ্ন নিয়ে রাবার বাগান তৈরি করেছিলেন প্রণবেন্দু শীল। নিয়মিত যত্ন আর শ্রম দিয়ে বড় করে তুলছিলেন গাছগুলো। কিন্তু সেই গাছই আজ দুষ্কৃতীদের হাতে একের পর এক নিধনের শিকার। অভিযোগ, এর আগেই ৭ থেকে ৮টি রাবারের চারা গাছ নষ্ট করে দেয় অজ্ঞাত দুষ্কৃতীরা। যদিও মালিকের কিছু ধারণা আছে কারা এই নাশকতার সঙ্গে যুক্ত—তবুও তিনি এখনই স্পষ্টভাবে কাউকে দোষারোপ করতে চাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে অজানা দুষ্কৃতীদের একটি দল প্রণবেন্দু বাবুর বাগানে ঢুকে নির্বিচারে কেটে দেয় প্রায় ৫০টি গাছ। সকালে ঘটনাটি নজরে আসার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
শুক্রবার সকাল ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাগানের ভেতর ঢুকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে। প্রাথমিকভাবে তারা নাশকতার দিকটিই গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। গাছগুলো যেভাবে কাটা হয়েছে, তা যে পরিকল্পিত তা স্পষ্ট, এমনই ধারণা তদন্তকারী আধিকারিকদের।
বাগানের মালিক প্রণবেন্দু শীল সংবাদমাধ্যমকে জানান—এমন ঘটনা আগে দু’বার ঘটে গেছে। প্রতিবারই তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিকভাবেও চরম আঘাত পেয়েছেন। তাই দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তার কথায়, “এভাবে যদি চলতে থাকে তবে সাধারণ মানুষের পক্ষে চাষাবাদ বা ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।”
এদিকে ধারাবাহিক এই নাশকতার ঘটনায় খোয়াইয়ের শান্ত পরিবেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষের আশঙ্কা—ব্যক্তিগত শত্রুতা, ভূমি নিয়ে বিরোধ বা অন্য কোনো অজ্ঞাত কারণে এ ধরনের হামলা চালানো হচ্ছে কিনা, তা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন।
ঘটনা তদন্তে নেমেছে খোয়াই থানার পুলিশ। দুষ্কৃতীদের ধরতে ও নেপথ্যের কারসাজি উদঘাটনে চলছে তৎপরতা।








