টাকারজলায় বিশাল যোগদান সভা; মুখ্যমন্ত্রীর আহ্বান— “বিভ্রান্তি নয়, উন্নয়নের পথেই হাঁটুন, বিজেপির হাতকে মজবুত করুন”
টাকারজলা, ত্রিপুরা । ১৮ নভেম্বর ২০২৫ঃ জনজাতি উন্নয়ন, সংগঠনের বিস্তৃতি এবং রাজনৈতিক স্থায়িত্বের আহ্বান— এই তিন দিককে সামনে রেখে টাকারজলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এক বিশাল যোগদান সভায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী কার্যকর্তা, দলীয় নেতৃত্ব এবং নবাগতদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন— “ভারতীয় জনতা পার্টিই একমাত্র দল, যার নেতৃত্বে জনজাতিদের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই অন্য দলে বিভ্রান্ত না হয়ে ভারতীয় জনতা পার্টির হাতকে আরও মজবুত করুন।”

মুখ্যমন্ত্রীর এই আহ্বানে উজ্জীবিত হয়ে এবং উন্নয়নের ধারায় সামিল হওয়ার প্রত্যয়ে এদিন মোট ১৩৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকাতলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
সভামঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন—
- বিজেপির সিপাহীজলা জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী,
- প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা,
- টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা,
- মান্দাই মন্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা,
- গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ।

নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি বিশেষ করে জনজাতি সমাজের স্বার্থে যে কাজ করছে, তার ফলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির ওপর ভরসা স্থাপন করছেন।
টাকারজলা মন্ডলের এই যোগদান সভা বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও সমৃদ্ধ করবে এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যাবে বলেও দাবি করেন দলীয় নেতৃত্বরা।








