শনিবার কৃষক সভার নামে সিপিআইএমের চাঁদা সংগ্রহ নিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন বামুটিয়া মণ্ডল সভাপতি। অভিযোগ, পবিত্র কর ও স্বপন নাগের নেতৃত্বে চলছে সংগঠিত চাঁদাবাজি। বিজেপি সরকারের কৃষক-কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে তিনি প্রশ্ন তুললেন— “কৃষকদের জন্য সিপিআইএম আসলে কী করেছে?”
বামুটিয়া, ত্রিপুরা । ৩ নভেম্বর ২০২৫ঃ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বামুটিয়া মণ্ডল সভাপতি তীব্র ভাষায় আক্রমণ শানান সিপিআইএমের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর শনিবার, “কৃষক সভা”র নাম করে সিপিআইএমের কর্মীরা এলাকায় চাঁদা সংগ্রহে নেমেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
মণ্ডল সভাপতির অভিযোগ, সিপিআইএমের রাজ্য কমিটির নেতা পবিত্র কর এবং লোকাল নেতা স্বপন নাগ-এর নেতৃত্বে চলছে এই চাঁদা সংগ্রহ অভিযান। তিনি বলেন, “এই চাঁদা সংগ্রহের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জনগণের ওপর একধরনের মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রে কোনোভাবেই কাম্য নয়।”
সভাপতি আরও জানান, যারা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের প্রায় সবাই ৫০ বছর বা তারও বেশি বয়সী, এবং তাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন বাম আমলের নানা অন্যায়ের। তিনি তীব্র কণ্ঠে বলেন, “মানুষ এখনও ভুলে যায়নি বাম আমলের রক্তচক্ষুর রাজনীতি। আজও গ্রামের মানুষ সেই ভয়াবহ সময়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।”
কৃষকদের প্রসঙ্গে মণ্ডল সভাপতি দাবি করেন, “যদি কোনো সরকার সত্যিই কৃষকদের জন্য কাজ করে থাকে, তবে সেটা বিজেপি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ফসল বিমা— প্রতিটি প্রকল্পই কৃষকের স্বার্থে।”
এরপর তিনি সিপিআইএমকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, “কৃষকদের জন্য আপনারা কী করেছেন? শুধু আন্দোলনের নামে চাঁদা তোলা ছাড়া?”
এছাড়াও তিনি বর্তমান সমাজ ও গণতন্ত্র প্রসঙ্গে বলেন, “আজকের শিক্ষিত সমাজ প্রশ্ন তুলছে— ভারতের নির্বাচন কমিশন যেমন বিজেপিকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে, তেমনই সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলকেও দিয়েছে। তাহলে বিজেপি ছাড়া অন্য দলগুলো কেন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে পারবে না?”
সভাপতির বক্তব্যে এদিন উপস্থিত স্থানীয় সাংবাদিকরা বলেন, তাঁর বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার জন্ম দিতে পারে।
বামুটিয়া অঞ্চলে কৃষক রাজনীতি ঘিরে এই নতুন বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, সিপিআইএম এই অভিযোগের জবাবে কী প্রতিক্রিয়া জানায়।








