বৃষ্টির আশঙ্কা থাকলেও বাজারে মানুষের ঢল, ব্যবসায়ীরা জানালেন— ‘চাহিদা ও বিক্রয় দুটোই ভালো চলছে’, ক্রেতারা পাচ্ছেন ন্যায্য দামে পছন্দের পণ্য
জোলাইবাড়ি, ত্রিপুরা । ০৫ অক্টোবর ২০২৫ঃ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে চলেছে শারদীয় লক্ষ্মী পূজা। আর এই পূজাকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি বাজারে আজ রোববার সকাল থেকেই দেখা গেছে ব্যাপক ভিড় ও উৎসবমুখর পরিবেশ। বাজার জুড়ে চলেছে ক্রেতা-বিক্রেতার উৎসবমুখর বেচাকেনা।
দুর্গা পূজার রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে সর্বত্র। আর এই উপলক্ষে আজ জোলাইবাড়ি বাজারে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছেন কেনাকাটা করতে।
পূজার সামগ্রী, মিষ্টি, ফুল, ধূপ-কাঠি, শাড়ি, নতুন কাপড়, ঘর সাজানোর জিনিসপত্রসহ নানা দ্রব্যে দেখা গেছে চাহিদার তুঙ্গ।
একজন স্থানীয় ব্যবসায়ী জানান —
“এই বছর বাজারে প্রচুর ক্রেতা আসছেন। আমরা অনেক দিন পর এমন জমজমাট পরিবেশে বিক্রি করতে পারছি। সব পণ্যের চাহিদা ভালো।”

আরও এক বিক্রেতা বলেন —
“আগের বছরের তুলনায় এবার দাম অনেকটাই ন্যায্য। আমরা চেষ্টা করছি সেরা দামে পণ্য দিতে।”
🔊 একজন ক্রেতা বলেন —
“বাজারে অনেক ভালো জিনিস এসেছে। আমরা প্রয়োজনমতো সব জিনিসই পেয়ে যাচ্ছি, দামও মেনে নেওয়া যায়।”
তবে সকাল বেলায় হালকা বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালেও, তা বাজারের উৎসাহে তেমন প্রভাব ফেলেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে আগামীকাল পূজার দিনেও বিক্রি আরও বাড়বে।
একজন মিষ্টির দোকানদার বলেন —
“লক্ষ্মী পূজায় মিষ্টির চাহিদা সবসময় বেশি থাকে। এবারও বিক্রি ভালো চলছে।”
বাজার কমিটির এক সদস্য বলেন —
“আমরা চেষ্টা করছি যাতে বাজারে কোনো সমস্যা না হয়। পরিস্কার-পরিচ্ছন্নতা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ—সবই সুষ্ঠুভাবে চলছে।”
জোলাইবাড়ি বাজারের এই পূজা-পূর্ব কেনাকাটা যেন এক উৎসবমুখর মেলা হয়ে উঠেছে। সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করছেন, এবং সকলেই আনন্দিত যে চাহিদা ও সরবরাহ—উভয় দিক থেকেই এ বছর পরিস্থিতি বেশ ভালো।
এইভাবে উৎসবের আগের দিন জোলাইবাড়ি বাজার যেন রঙে, আলোয় এবং মানুষের আনন্দে এক অন্যরকম পরিবেশে ভরে উঠেছে। ব্যবসায়ীরা যেমন আশাবাদী আগামীকাল আরও ভালো বিক্রি হবে, তেমনি ক্রেতারাও আনন্দিত তাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে।








