৮৩ বছর বয়সী কংগ্রেস সভাপতির পেসমেকার প্রতিস্থাপন সফল, এমএস রামাইয়া হাসপাতালে চিকিৎসাধীন; খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী, জানালেন শুভকামনা ও প্রার্থনার বার্তা।
নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সদ্য ৮৩ বছরে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিবিদ ব্যাঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে বুধবার তাঁর হৃদপিণ্ডে একটি পেসমেকার স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই ফোনালাপ ও শুভকামনা এমন একটি সময়ে এল, যখন দেশের রাজনৈতিক মহলে খাড়গের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা তৈরি হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা সফল হয়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে মঙ্গলবার ব্যাঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পরদিন তাঁর হৃদযন্ত্রে একটি পেসমেকার ইমপ্ল্যান্ট করা হয়। চিকিৎসকদের মতে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।
খাড়গের পুত্র ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, “আমার পিতার চিকিৎসা সফল হয়েছে। তিনি এখন বিশ্রামে রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা আশাবাদী যে তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”
প্রধানমন্ত্রী মোদী তাঁর অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন:
“খাড়গে জির সঙ্গে কথা বললাম। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলাম এবং দ্রুত আরোগ্য কামনা করলাম। তাঁর দীর্ঘ জীবন ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
এই আন্তরিক বার্তা রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দেশের এক প্রবীণ রাজনীতিকের প্রতি এই শুভকামনা রাজনৈতিক শিষ্টাচারের এক নিদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।
মল্লিকার্জুন খাড়গে ভারতের অন্যতম অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি কেবলমাত্র কংগ্রেস সভাপতি নন, তিনি রাজ্যসভায় বিরোধী দলেরও নেতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাড়গে একজন শান্ত মেজাজের, স্থিতধী এবং অভিজ্ঞ রাজনীতিক — যাঁর দৃষ্টিভঙ্গি সর্বদা দলীয় সীমার বাইরে গিয়ে এক বৃহত্তর গণতান্ত্রিক কাঠামোকে সম্মান করে।
তাঁর হঠাৎ অসুস্থতা রাজনৈতিক মহলে চিন্তার সঞ্চার করলেও, বর্তমানে তাঁর সুস্থতা এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতার শুভকামনা কিছুটা স্বস্তি এনে দিয়েছে তাঁর সমর্থকদের মধ্যে।
ভারতের রাজনৈতিক ক্ষেত্রের এক সম্মানিত ব্যক্তিত্ব মল্লিকার্জুন খাড়গের আরোগ্য কামনায় একজোট হচ্ছে দেশের রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সৌজন্যমূলক ফোনালাপ শুধুমাত্র এক রাজনৈতিক সৌজন্য নয়, বরং এটি মানবিক সংবেদনশীলতার এক উদাহরণও বটে।
দেশবাসী এখন প্রার্থনা করছে — খুব শীঘ্রই সুস্থ হয়ে সক্রিয় রাজনীতিতে ফিরে আসুন এই প্রবীণ নেতা, যিনি বহু দশক ধরে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে সমৃদ্ধ করে চলেছেন।








