সমাজসেবী সিপুল দেবরায়ের উদ্যোগে বস্ত্র বিতরণ, উপস্থিত ছিলেন রাজনীতিক ও সমাজসেবীরা; মহাপ্রসাদ বিতরণে আর্থিক সহায়তা করলেন সমাজের নানা শ্রেণির মানুষ।
বামুটিয়া, ত্রিপুরা । ১ অক্টোবর ২০২৫ঃ ত্রিপুরার বামুটিয়া বিধানসভার অন্তর্গত বেড়িমুড়ার খলাবাড়ীতে এবছর উদয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত দুর্গাপূজা রীতিমতো এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সজ্জিত প্যান্ডেল, আলোকসজ্জা, এবং নানা সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে এই পূজা এলাকাবাসীর মনে দাগ কেটেছে।
আজ মহানবমীর দিন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাজসেবী সিপুল দেবরায়ের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রায় শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সিপুল দেবরায়ের ভগিনী শিপুল দাস, যিনি নিজেও সমাজসেবামূলক কাজে যুক্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার ৩ নং মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, মন্ডলের সহ-সভাপতি নারায়ণ পাল, গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস, প্রাক্তন বুথ সভানেত্রী মাধবী দাস, পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের উপপ্রধান রাজেন্দ্র দত্ত এবং উদয়ন সংঘের পক্ষ থেকে সমাজসেবী বাদল চন্দ্র দাস। তাঁদের উপস্থিতিতে পুরো পরিবেশে এক হৃদয়স্পর্শী আবহ সৃষ্টি হয়।
বস্ত্র বিতরণের পর আয়োজন করা হয় মহাপ্রসাদ বিতরণ। অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর মাঝে এই প্রসাদ বিতরণ করেন সমাজসেবী অচল মনি বিশ্বাস, নির্দন দেবনাথ ও বিশ্বজিৎ দাস। অর্থনৈতিক সহায়তা করেন স্থানীয় বিশিষ্টজনেরা। প্রসাদ বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল উদয়ন সংঘ।
এর আগে, মহাঅষ্টমীর দিনেও বস্ত্র বিতরণ করা হয়। সেদিনের এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা করেছিলেন গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস।
সব মিলিয়ে, এবারের খলাবাড়ীর দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পরিণত হয়েছে এক সামাজিক মিলনমেলায়। উদয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও তারা সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।








