দুর্গাপূজাকে সামনে রেখে বিশেষ “শারদ অফার” চালু করল স্বর্ণকলম জুয়েলার্স; ১৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলছে অফারের ছড়াছড়ি
আগরতলা । ত্রিপুরা । ১৫ সেপ্টেম্বর২০২৫ঃ ত্রিপুরায় স্বর্ণ ব্যবসার জগতে এক সুপরিচিত নাম স্বর্ণকলম জুয়েলার্স। প্রতি বছর পূজা-পার্বণের সময়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয় এই প্রতিষ্ঠান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপূজার আনন্দকে দ্বিগুণ করতে এবার “শারদ অফার”-এর আওতায় গ্রাহকদের জন্য আনা হয়েছে নজরকাড়া ছাড়, উপহার এবং সোনালী সুযোগ।
এই বিশেষ অফারটি চালু হয়েছে ১৯শে সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৯শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। স্বর্ণকলম জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নাগ জানান, “এই অফারের মূল উদ্দেশ্য হচ্ছে, পূজোর আনন্দে সাধারণ মানুষকে আরও অংশগ্রহণ করানোর সুযোগ করে দেওয়া।”

🎁 অফারে যা থাকছে:
- হীরের গয়নায় মূল্যছাড় ১০০% পর্যন্ত
- সোনার গয়নার মজুরিতে ৫% ছাড় অথবা প্রতি গ্রামে ৪০ টাকা ছাড়
- পুরনো গয়না বদল করে নতুন কেনাকাটায় ₹৫০০০০ বা তার বেশি মূল্যের কেনাকাটায় সুনিশ্চিত উপহার
- মেগা লাকি ড্র, যেখানে ভাগ্যবান গ্রাহক জিতে নিতে পারবেন:
- একটি গাড়ি
- ছয়টি স্কুটি
- চারটি সোনার নেকলেস
- পাঁচটি হীরের নেকলেস
- ১৬ই সেপ্টেম্বরের মধ্যে প্রি-বুকিং করলে অতিরিক্ত ছাড়
এই অফার নিয়ে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে বিপুল সাড়া পড়েছে। দোকানে ক্রেতাদের ভিড়, আগাম বুকিং এবং পূজোর বিয়েবাড়ির কেনাকাটায় স্বর্ণকলম জুয়েলার্স হয়ে উঠেছে কুমারঘাটের অন্যতম ভরসার জায়গা।
🎙️ উদ্বোধনে বিশিষ্ট ব্যক্তিরা
এই প্রেসনোট প্রকাশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বর্ণকলম জুয়েলার্সের প্রতিষ্ঠাতা শ্রী গোপাল চন্দ্র নাগ, পরিচালক শ্রী দিবাকর নাগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা করেন জাতীয় স্বর্ণকলম সংস্থার সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোপাল নাগ বলেন,
“শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, পূজোর সময় সাধারণ মানুষকে সম্মান জানাতেই এই অফার। আমরা চাই কুমারঘাটের প্রতিটি পরিবার হাসিমুখে পূজো পালন করুক।”








