সভাপতি হলেন দেবতীর্থ দেবনাথ, সাধারণ সম্পাদক রোশন চাকমা – ছাত্রসমাজের সমস্যার সমাধান ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ নতুন কমিটি।
ত্রিপুরা । নিউজ ডেস্কঃ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি’র ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ইউনিটের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী দেবতীর্থ দেবনাথ। অন্যদিকে, সংগঠনের দায়িত্বভার সামলাতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী রোশন চাকমা।
শুধু তাই নয়, কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বেও নির্বাচিত হয়েছেন বহু তরুণ ছাত্রনেতা, যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজকে নেতৃত্ব দেবেন।
নতুন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবিভিপি’র ত্রিপুরা প্রদেশ সম্পাদক গৌরব দাস, যৌথ সম্পাদক অর্জুন ত্রিপুরা, ত্রিপুরা প্রদেশ সভাপতি দেবরাজ পানিগ্রাহী এবং প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক-সহ একাধিক রাজ্য ও প্রাদেশিক নেতৃত্ব।
এবিভিপি বরাবরই দাবি করে আসছে, ছাত্রসমাজের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জাতীয় চেতনার বিকাশই তাদের মূল অঙ্গীকার। সেই ধারাবাহিকতায় নবনির্বাচিত নেতৃত্বের কাছ থেকে আশা করা হচ্ছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাস্তব সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান করবেন।
শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, এবং ছাত্রসমাজের সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে এবিভিপি’র নতুন নেতৃত্ব—এমনটাই প্রত্যাশা করেছেন উপস্থিত অতিথিরা।
সকল নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।








