খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এনএসএস ইউনিটের রুমে ভাঙচুর ও চুরিকাণ্ডে চাঞ্চল্য।
খোয়াই, ত্রিপুরা । রিপোর্ট- কালীদাস ভৌমিকঃ ত্রিপুরার খোয়াই জেলা সদরস্থিত দশরথ দেব মেমোরিয়াল কলেজে আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন ছাত্রছাত্রীরা। কলেজের এনএসএস ইউনিটের রুমে ভাঙচুর এবং চুরিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে।
কলেজে উপস্থিত ছাত্রছাত্রীরা সকালে যখন এনএসএস ইউনিটের রুমে প্রবেশ করেন, তখনই চোখে পড়ে ভাঙচুরের চিত্র। চেয়ার, টেবিল থেকে শুরু করে নানা আসবাবপত্র সম্পূর্ণ ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, রুমে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ও সরঞ্জামও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি প্রত্যক্ষ করার পরেই ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষকে অবগত করেন এবং পরবর্তীতে খবর দেয়া হয় খোয়াই থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। দুপুর প্রায় ২টা নাগাদ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ছাত্ররা সরাসরি অভিযোগ তুলে ধরেন যে, কলেজের এনএসএস ইউনিটকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে।
ছাত্রদের বক্তব্য অনুযায়ী, এনএসএস ইউনিট কলেজের নানা সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এমন ভাঙচুর এবং চুরিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই নয়, শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে গভীর হতাশা এবং নিরাপত্তা নিয়ে সংশয়।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও দাবি তুলেছেন, দ্রুত দোষীদের শনাক্ত করে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। তবে ঠিক কী উদ্দেশ্যে এই ভাঙচুর চালানো হলো, কারা এর সঙ্গে জড়িত—সে সব প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন।








