ত্রিনেত্র আই কেয়ার সেন্টারে মিলবে অত্যাধুনিক চক্ষু পরিষেবা, উদ্বোধনে বিশিষ্টজনেরা।
শান্তির বাজার, ত্রিপুরা । ০৫ সেপ্টেম্বর ২০২৫ । রিপোর্ট- বাহাদুর ত্রিপুরা: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার মুহুরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার স্থায়ীভাবে চক্ষু পরিষেবা চালু হলো। মুহুরীপুর বাজারের প্রাণকেন্দ্রে ত্রিনেত্র আই কেয়ার সেন্টারের শুভ সূচনা হয়েছে, যা স্থানীয়দের জন্য এক দারুণ খবর। এই মহৎ উদ্যোগের নেপথ্যে রয়েছেন মুহুরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুদীপ্ত নাগ। তাঁর একান্ত প্রচেষ্টায় এবং সহযোগিতায় এখন থেকে সপ্তাহে দু’দিন এই সেন্টারে চক্ষু শিবির পরিচালিত হবে।

ত্রিনেত্র আই কেয়ার সেন্টারে চক্ষু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক সরঞ্জাম এবং মেডিসিনের সুব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি, চশমা তৈরির অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি চশমা সেন্টারেরও ব্যবস্থাপনা থাকছে, যাতে রোগীরা এক ছাদের নিচেই সম্পূর্ণ চক্ষু পরিষেবা লাভ করতে পারেন। ডক্টর সুদীপ্ত নাগ জানিয়েছেন, এই সেন্টারের মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকার মানুষের কাছে সুলভে উন্নত মানের চক্ষু পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে কেউ চোখের সমস্যায় ভুগলেও সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
আজ এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিনেত্র আই কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী অশেষ বৈদ্য মহোদয়, যিনি এই ধরনের জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্রী নকুল পাল মহোদয়। তাঁর বক্তব্যে তিনি ডক্টর সুদীপ্ত নাগের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী তাপস দত্ত মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডক্টর সুদীপ্ত নাগের এই প্রচেষ্টা সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রত্যন্ত গ্রামের মানুষেরা চোখের সমস্যায় দীর্ঘকাল ধরে ভুগছিলেন, এবার তাঁদের সেই দুর্ভোগের অবসান হবে।” তিনি আরও জানান, এই সেন্টারটি শুধু চিকিৎসা কেন্দ্র নয়, এটি আশার আলো, যা অসংখ্য মানুষের জীবনকে আলোকিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই এই নতুন চক্ষু সেন্টারের সাফল্য কামনা করেন এবং ডক্টর সুদীপ্ত নাগকে ধন্যবাদ জানান এমন একটি প্রয়োজনীয় পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। ত্রিনেত্র আই কেয়ার সেন্টারটি মুহুরীপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








