‘তোমার স্বপ্নই আমাদের স্বপ্ন’ এই মন্ত্রকেই সঙ্গে নিয়ে একটু একটু করে এগিয়ে ‘শ্রেষ্ঠ ভুবন’ আজ নয় বছরে। প্রত্যেক সপ্তাহে কোনও না কোনও কার্যক্রম হাতে নিয়ে থাকেন ‘শ্রেষ্ঠ ভুবন’ সামাজিক সংস্থা। ‘শ্রেষ্ঠ ভুবন’ আজ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বৃক্ষরোপণ করেন আগরতলার ইন্দ্রনগর স্থিত সংহতি ক্লাব সংলগ্ন স্থানে । ‘শ্রেষ্ঠ ভুবন’ সামাজিক সংস্থা অন্যান্য সামাজিক সংস্থা থেকে একটু আলাদা কারন ২০১৫ থেকে ২০২৪ না বসে থেকে একটানা কাজ করে যাচ্ছেন জনস্বার্থে। ‘শ্রেষ্ঠ ভুবন’ সামাজিক সংস্থারসভাপতি বিপ্লব কান্তি ভৌমিক আজ এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে The News 9 এর প্রতিনিধিকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ‘বিকশিত ভারত’ এর স্বপ্ন নিয়ে কাজ করছে আমরা ওনার সেই স্বপ্নে অংশ নিয়েছি এবং আমাদের ‘শ্রেষ্ঠ ভুবন’ রাজ্যের বাহিরেও বিভিন্ন সামাজিক কাজ করব ।এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ ভুবন’-র সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ভুবনের সম্পাদক, ক্যাশিয়ার, অফিসবিয়েরার সহ শ্রেষ্ঠ ভুবনের সকল সদস্যরা।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more