Stock Market Closing: একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না BJP, শেয়ার বাজারে ব্যাপক ধ্বস, একদিনে ১৮ লাখ কোটি টাকার ক্ষতি

নয়াদিল্লি: ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশের দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টক মার্কেট। মঙ্গলবার বেঞ্চমার্ক সেনসেক্স ৪৩৮৯.৭৩ পয়েন্ট পড়ে ৭২,০৭৯.০৫-এ এসে দাঁড়িয়েছে। অন্য দিকে, নিফটি ১,৩৭৯.৪০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২১,৮৮৪.৫০-এ।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, পূর্বাভাসের চেয়ে অনেক কম আসনে জিতছে বিজেপি। তারপর থেকেই শেয়ার বাজারে পতন শুরু হয়। বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি মঙ্গলবার ৮ শতাংশের বেশি কমেছে।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

    মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

    দিনটি কেমন যাবে আজকে আপনার।

    দিনটি কেমন যাবে আজকে আপনার।

    বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

    বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

    অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

    অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

    আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

    আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

    পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।

    পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।