নয়াদিল্লি: ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশের দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টক মার্কেট। মঙ্গলবার বেঞ্চমার্ক সেনসেক্স ৪৩৮৯.৭৩ পয়েন্ট পড়ে ৭২,০৭৯.০৫-এ এসে দাঁড়িয়েছে। অন্য দিকে, নিফটি ১,৩৭৯.৪০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২১,৮৮৪.৫০-এ।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, পূর্বাভাসের চেয়ে অনেক কম আসনে জিতছে বিজেপি। তারপর থেকেই শেয়ার বাজারে পতন শুরু হয়। বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি মঙ্গলবার ৮ শতাংশের বেশি কমেছে।