গণমাধ্যমে উৎকর্ষ সাধনের লক্ষ্যে এগিয়ে চলা শিক্ষার্থীদের শুভকামনা জিষ্ণু দেববর্মার।
নিউজ ডেস্ক । হায়দরাবাদ, ৩০ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের একদল স্নাতকোত্তর শিক্ষার্থী আজ তেলেঙ্গানার রাজভবনে বিশিষ্ট রাজনীতিক এবং ত্রিপুরার গর্ব শ্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণযোগাযোগে মাস্টার্স করছেন এমন এই শিক্ষার্থীরা সম্প্রতি হায়দরাবাদের একটি খ্যাতনামা মিডিয়া হাউজে তাদের পেশাগত ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করেছেন।
রাজভবনের স্নিগ্ধ পরিবেশে আয়োজিত এই সাক্ষাৎকারে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে শ্রী জিষ্ণু দেববর্মাকে তাদের বাস্তব প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, ইন্টার্নশিপ চলাকালে তারা কিভাবে একটি মেট্রোপলিটন শহরের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে তা হাতে-কলমে শিখেছেন, এবং বিভিন্ন প্রকল্পে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সাংবাদিকতা ও যোগাযোগ ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করেছেন।

শ্রী জিষ্ণু দেববর্মা, যিনি সততা এবং নিষ্ঠার প্রতীক হিসেবে রাজ্যবাসীর কাছে পরিচিত, শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “তোমাদের মতো তরুণদের এমন আন্তরিক প্রয়াস সত্যিই প্রশংসনীয়। বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ভবিষ্যতের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে। আমি আশা করি তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাবে।”

এই সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য এক অনন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। তারা বলেন, এই বৈঠক শুধু একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার সৌভাগ্য নয়, বরং এটি তাদের ভবিষ্যত ক্যারিয়ারের পথচলায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে।
এছাড়াও, শিক্ষার্থীরা তাদের নিজ রাজ্য ত্রিপুরার প্রতিনিধিত্ব করে হায়দরাবাদের মতো বহুসাংস্কৃতিক শহরে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, সেই অভিজ্ঞতাও শেয়ার করেন। এ ধরনের শিক্ষা সফর এবং ইন্টার্নশিপ ভবিষ্যতের সাংবাদিকদের জন্য শুধু জ্ঞান অর্জনের নয়, বরং নিজেদের সাংস্কৃতিক পরিচয় বহির্বিশ্বে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন তারা।
শেষ পর্যন্ত শ্রী জিষ্ণু দেববর্মা শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “তোমরা শুধু ত্রিপুরার নয়, গোটা দেশের জন্যই একটি ইতিবাচক বার্তা বয়ে আনছো — যে শিক্ষা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সব কিছুই সম্ভব।”








