আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস-এর ১০৯তম গভর্নিং কাউন্সিল মিটিং ও জাতীয় সেমিনার, উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামো উন্নয়নেই মূল আলোচ্য বিষয়।
আগরতলা, ১৭ই জুলাইঃ ত্রিপুরার রাজধানী আগরতলা হতে চলেছে দেশের পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আয়োজনের কেন্দ্রস্থল। আগামী ১৮ ও ১৯ জুলাই প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস (IBC)-এর ১০৯তম গভর্নিং কাউন্সিল মিটিং এবং একটি উচ্চপর্যায়ের জাতীয় সেমিনার। সেমিনারের মূল প্রতিপাদ্য হল—“ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন”।
আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজধানীর নেতাজি চৌমুহনিস্থ পূর্ত দপ্তরের (P.W.D) সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস-এর সর্বভারতীয় সভাপতি চিন্ময় দেবনাথ, ত্রিপুরা শাখার সম্মানীয় চেয়ারম্যান শ্যামলাল ভৌমিক, এবং অন্যান্য পদস্থ ও অভিজ্ঞ কর্তা ব্যক্তিবর্গ। তাঁরা জানান, এই দুই দিনব্যাপী কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসবেন ১০০-রও বেশি প্রতিনিধি, যাঁদের অনেকেই ইতিমধ্যে আগরতলায় পৌঁছে গেছেন।
এই সেমিনারে উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন দিক যেমন—যোগাযোগ ব্যবস্থা, টেকসই নির্মাণ, পরিবেশবান্ধব অবকাঠামো, এবং প্রযুক্তি-ভিত্তিক পরিকল্পনার উপরে বিশদ আলোচনা হবে। এছাড়াও নীতিনির্ধারক, প্রকৌশলী, স্থপতি, এবং নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন খ্যাতনামা পেশাজীবীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন ও বাস্তবভিত্তিক সমাধানের দিক নির্দেশনা দেবেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি চিন্ময় দেবনাথ জানান, “উত্তর-পূর্ব ভারত ভারতের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটির ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করলেই টেকসই পরিকাঠামো গড়ে তোলা সম্ভব। এই জাতীয় সেমিনারের মাধ্যমে আমরা রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় গড়ে তুলতে চাই।”
ত্রিপুরা শাখার বর্তমান সদস্য সংখ্যা ১৬০, যাঁদের সক্রিয় সহযোগিতায় এই বিশাল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর ও অন্যান্য দপ্তরের অংশগ্রহণেও এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আগামী ১৮ জুলাই সকালে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে রাজ্য ও কেন্দ্র সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেমিনারের শেষে একটি বিস্তারিত সুপারিশমালা কেন্দ্রীয় সরকারে পাঠানো হবে, যাতে উত্তর-পূর্ব ভারতের দীর্ঘমেয়াদি অবকাঠামো পরিকল্পনা আরও সুনির্দিষ্টভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
এই ধরনের উদ্যোগ আগরতলাকে শুধুমাত্র একটি আঞ্চলিক শহর নয়, বরং এক গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পরিকল্পনার মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের।








