
তেলিয়ামুড়া, ত্রিপুরা ২৭ মে ২০২৫, প্রতিবেদক- মৃণময় রায়:- উল্লেখ্য, নেতাজিনগর স্থিত তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে দীর্ঘ বছরখানেক আগে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী সাহা রায় এবং তেলিয়ামুড়া পুরপুরিষদের চেয়ারম্যান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তেলিয়ামুড়াতে নেতাজিনগর স্থিত মহাশ্মশান ঘাটে অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ শুরু হয়। এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে এই বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তার পরবর্তীতে বৈদ্যুতিক বিভিন্ন সমস্যার জন্য এবং অত্যাধুনিক জেনারেটরের ব্যবস্থা না থাকায় সেই ইলেকট্রিক চুল্লি জনগণের পরিষেবা দিতে পারেনি। কিন্তু এই ইলেকট্রিক চুল্লি পরিষেবা দ্রুত চালু করে তেলিয়ামুড়া মহকুমা এলাকার জনসাধারণকে শবদাহ করার প্রক্রিয়া কে আরো সহজে করার লক্ষ্যে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যানের রুপক সরকারের ঐকান্তিক প্রচেষ্টাতে এক অত্যাধুনিক জেনারেটর বসানো হয় মহা শ্মশান ঘাটে। এবং মহাশ্মশান ঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে পুনঃনবীকরন করে তোলা হয়। অবশেষে বিগত ২১শে মে থেকে এই অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মীয়মান ইলেকট্রিক চুল্লি তে শবদাহ করার প্রক্রিয়া শুরু করা হয়। এই প্রক্রিয়া শুরু করায় তেলিয়ামুড়া মহুকুমা এলাকার জনগণের আগের তুলনায় বর্তমানে শবদাহ করতে গিয়ে কোনো কঠিন প্রক্রিয়া ছাড়াই খুব সহজেই সম্পূর্ণ করতে পারবে। যার কারনে অনেকটাই খুশির আবহ তেলিয়ামুড়া মহুকুমা জুড়ে। অন্যদিকে এই বৈদ্যুতিক চুল্লি নির্মাণের দ্বারা জনগনের সুবিধা করে দেওয়ার জন্য তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যানী সাহা রায় এবং তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন মহুকুমার জনগন।।।