
বীরচন্দ্র মনু, ত্রিপুরাঃ শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার থেকে ঘরে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে বীরচন্দ্র মনু এলাকায়, শান্তির বাজার-বিলোনিয়া সংযোগ সড়কের মুখে, যেখানে একটি দ্রুতগামী বাইক ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাইকে থাকা দুই যুবক ছিটকে গিয়ে জাতীয় সড়কের উপর পড়ে গুরুতর আঘাত পান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে দুপুরের দিকে, যখন টি আর ০৮ জি ৫১৯৯ নাম্বারের বাইকটি মনপাথর সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা এস এস ১১ ডিসি ৬৪৮৫ নম্বরের একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, বাইকটি অতিরিক্ত গতিতে চলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

আহত দুই যুবকের নাম ফাল্গুন মুড়াসিং ও বিশ্বজিৎ মুড়াসিং, যাঁরা পতিছড়ী এলাকার মুড়াসিং পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। তাদের তাৎক্ষণিক সহায়তায় আশেপাশের জনগণের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।
এদিকে, দুর্ঘটনার পরপরই মনপাথর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা এবং বাইকটির অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।
স্থানীয়দের অভিযোগ, বীরচন্দ্র মনু থেকে বিলোনিয়া সংযোগ সড়কের মুখে দীর্ঘদিন ধরেই কোন কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। ফলে এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে এবং প্রায়শই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।
এই ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে, দ্রুত ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে এবং নিয়মিত নজরদারি চালাতে হবে, যাতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।