
রাঁচি, ঝাড়খন্ড ১৪ মে ২০২৫ঃ আদিবাসী সমাজের অধিকার আদায়ের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করে গেছেন শহীদ কমরেড সুভাষ মুন্ডা। তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে গোটা দেশের আদিবাসী জনগণের কাছে। এই মহান নেতার সংগ্রামী জীবন ও শহীদ হওয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে, আজ রাঁচির দালাদেলীতে অনুষ্ঠিত হয় এক বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কমরেড সুভাষ মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় নেতা কমরেড জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, “কমরেড সুভাষ মুন্ডা শুধু একজন ব্যক্তি নন, তিনি আদিবাসী সমাজের এক জীবন্ত প্রতীক, যিনি রাষ্ট্রীয় বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আজ তাঁর দেখানো পথই আমাদের সামনে আলোর দিশা দেখায়।”
কমরেড চৌধুরী আরও বলেন, “বর্তমান সময়ে যখন আদিবাসীদের জমি, জঙ্গল, জল ও অধিকার ক্রমাগত হরণ করা হচ্ছে, তখন শহীদ সুভাষ মুন্ডার আদর্শ ও আত্মত্যাগ আমাদের সংগঠিত ও সোচ্চার হয়ে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়। আদিবাসীদের উপর এই শোষণ-নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, যতক্ষণ না প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”
অনুষ্ঠানে বহু স্থানীয় আদিবাসী প্রতিনিধি, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা অংশ নেন। তাঁরা শহীদ সুভাষ মুন্ডার প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সংগ্রামের ইতিহাস স্মরণ করে বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিক কর্মীরা শহীদের জীবন ও সংগ্রামভিত্তিক গান পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। এদিনের এই অনুষ্ঠান শুধু এক শ্রদ্ধার্ঘ্য নয়, বরং এক নতুন শপথ – আদিবাসী সমাজের সার্বিক মুক্তির লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে চলার আহ্বান।