নিউজ ডেস্কঃ ভুবেনেশ্বরে অনুষ্ঠিত ‘KIIT NANHIPARI 2024’ LittleMiss India প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে দুটি কিশোরী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তারা হলেন বর্ষা দেব্বর্মা ও রেশমী ঘোষ। এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে প্রায় ৪,০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৩ জন ছাত্রী সেমিফাইনালে উঠেছেন, এবং তাতে ত্রিপুরা রাজ্য থেকে দুটি নাম রয়েছে – বর্ষা দেব্বর্মা ও রেশমী ঘোষ।
উল্লেখযোগ্য যে, বর্ষা ও রেশমী দুজনেই ‘Step Up Dance Academy’ এর ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন ‘Step Up Dance Academy’ এর এম.ডি. সন্দীপ কুমার বর, যিনি তাদের উৎসাহিত ও সহায়তা করেছেন।
সংবাদ লেখা পর্যন্ত, ফাইনাল রাউন্ড চলছিল, এবং অংশগ্রহণকারীরা নিজেদের সেরা প্রদর্শন করতে নিরন্তর চেষ্টা করছেন। ত্রিপুরা রাজ্য থেকে দুটি কিশোরী এই উচ্চ মানের প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর মাধ্যমে নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন।