তন্ত্র মন্ত্র দিয়ে ভালো করাতে গিয়ে মেরে ফেললেন ৪ বছরের পুত্র শিশুকে ।

কুমারঘাট, ১৮ ডিসেম্বর ২০২৪: এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায়। চার বছরের এক পুত্র শিশুর মৃত্যু ঘটেছে অঞ্জলি মালাকার নামে এক ভন্ড মহিলার হাতে প্রাণ হারায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা নিজেকে কালী মায়ের উপাসক দাবি করে মন্ত্র-তন্ত্রের মাধ্যমে অসহায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রূপক মালাকার, কুমারঘাটের বাসিন্দা, তার চার বছর বয়সী পুত্র সন্তানকে সুস্থ করতে প্রথমে অঞ্জলি মালাকার কাছে নিয়ে যান, যিনি তাঁকে আশ্বস্ত করেছিলেন যে মন্ত্র-তন্ত্র দ্বারা তাঁর শিশুকে সুস্থ করে দেবেন। রূপক মালাকার বাবু জানিয়েছেন, তার সন্তান হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে এবং অবস্থা গুরুতর হয়ে যাওয়ার পর তাঁকে কুমারঘাট হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কৈলাশহর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর, শিশুর অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, অঞ্জলি মালাকার ফোন করে রূপক বাবুকে বলেন, “তোরা ওকে নিয়ে কোথায় যাচ্ছিস, আমার কাছে নিয়ে আয়, ১০০ পারসেন্ট আমি ভালো করে দেব।” এই আশ্বাসে বিভ্রান্ত হয়ে, রূপক মালাকার আবারও তার শিশুকে অঞ্জলি মালাকারের কাছে নিয়ে যান। কিন্তু আশ্চর্যজনকভাবে, শিশুটির সেখানে কোনো উন্নতি না হওয়া সত্ত্বেও, ভন্ড মহিলা অঞ্জলি মালাকার তার মন্ত্র-তন্ত্রের অজুহাত দেখিয়ে, তাঁকে নিকটবর্তী হাসপাতাল পাঠানোর পরিবর্তে, বাড়িতেই রাখেন। এরপর, শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ে। রূপক মালাকার বাবু জানিয়েছেন, “আমি তো ভাবতাম মায়ের কাছে নিয়ে যাওয়ার পর ছেলেটি সুস্থ হবে, কিন্তু শেষমেশ প্রাণটা চলে গেল।” এ ঘটনার পর, কুমারঘাটের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন অঞ্জলি মালাকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত শুরু করেছে এবং তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। অঞ্জলি মালাকার একজন ভন্ড ধর্মীয় ঠকবাজ হিসেবে পরিচিত, যিনি ‘কালী মায়ের’ নামে অসহায় মানুষদের কাছে থেকে টাকা আদায় করে আসছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, অঞ্জলি মালাকার দীর্ঘদিন ধরেই মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এবং বিভিন্ন মন্ত্র-তন্ত্রের মাধ্যমে ভুক্তভোগীদের শোষণ করতেন। বর্তমানে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অপরাধের তদন্তে সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনায় গভীর শোকের ছায়া পড়েছে কুমারঘাট এলাকায়। রূপক মালাকার ও তার পরিবার শোকাহত অবস্থায় রয়েছেন। শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই ভন্ড মহিলার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    TSF’র রোমান স্ক্রিপ্টের দাবিতে মহাকরনে বিক্ষোভ, পুলিশ আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়।

    • By TheNews9
    • January 15, 2025
    • 0
    • 1 views
    TSF’র রোমান স্ক্রিপ্টের দাবিতে মহাকরনে বিক্ষোভ, পুলিশ আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়।

    AIKKMSএর মতামত: “ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং” খসড়া নীতি বাতিলের দাবি।

    • By TheNews9
    • January 13, 2025
    • 0
    • 5 views
    AIKKMSএর মতামত: “ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং” খসড়া নীতি বাতিলের দাবি।

    ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন।

    • By TheNews9
    • January 12, 2025
    • 0
    • 6 views
    ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন।

    দূর্গাবাড়ী বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে তিনদিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ সংকীর্তন ও মহোৎসব ।

    • By TheNews9
    • January 4, 2025
    • 0
    • 25 views
    দূর্গাবাড়ী বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে তিনদিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ সংকীর্তন ও মহোৎসব ।

    লংতরাই পরিবার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত ত্রিপুরার গর্ব দীপা কর্মকারকে ।

    • By TheNews9
    • January 3, 2025
    • 0
    • 55 views
    লংতরাই পরিবার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত ত্রিপুরার গর্ব দীপা কর্মকারকে ।

    KIIT Nanhipari,Little Miss India2024:দীর্ঘ প্রচেষ্টার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল রাজ্যের মেয়ে রেশমি ঘোষ,জিতলেন ৪১ লক্ষ ৫০ হাজার টাকা ।

    • By TheNews9
    • January 3, 2025
    • 0
    • 139 views
    KIIT Nanhipari,Little Miss India2024:দীর্ঘ প্রচেষ্টার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল রাজ্যের মেয়ে রেশমি ঘোষ,জিতলেন ৪১ লক্ষ ৫০ হাজার টাকা ।