খোয়াই, ২৬ নভেম্বর ২০২৪ঃ ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তির উপলক্ষে খোয়াই শহরে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনগুলো এক বিশাল বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করেছে। আন্দোলনের এদিনের কর্মসূচী ছিল একটি শক্তিশালী বার্তা প্রদান, যেখানে কৃষক ও শ্রমিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষক-বিরোধী এবং শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। আজ দুপুরে, খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে জাতি-উপজাতি অংশের কৃষক-কৃষিজীবী, জুমিয়া ও শ্রমজীবী নারী পুরুষরা একত্রিত হয়ে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার, স্লোগান, এবং কৃষক ও শ্রমিকদের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সুভাষ পার্কের কাছে কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এক বিশাল সভায় পরিণত হয়। এই সভায় গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত কৃষক সভার খোয়াই জেলা সভাপতি আলয় রায়, জি এম পি -র কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, সি আই টি ইউ-এর রাজ্য নেতা নির্মল বিশ্বাস এবং সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস। বক্তারা সভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন এবং তাদের কৃষক-শ্রমিক বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানান। আলোচনায় বক্তারা বলেন, “কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ভূমিকা কৃষক ও শ্রমিকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। তাদের কৃষি, শ্রম, এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর ক্রমাগত আঘাত আসছে। এই ধরনের নীতির বিরুদ্ধে আমরা কখনই চুপ থাকবো না। দেশের কৃষক ও শ্রমিকদের অধিকারের দাবিতে আমরা একজোট হয়ে সংগ্রাম চালিয়ে যাবো।” বক্তারা আরও বলেন, এই আন্দোলন শুধু কৃষকদের নয়, বরং সব শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই। তারা দেশের জনগণকে এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। এদিনের এই বিক্ষোভ মিছিল ও সভা কৃষক আন্দোলনের একটি শক্তিশালী উদাহরণ হিসেবে উঠে এসেছে, যা এক নতুন বিপ্লবের সূচনা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।