আগরতলা, ১৩ নভেম্বর ২০২৪ঃ আগরতলার মহারাজগঞ্জ বাজার (গোলবাজারে) সদর মহকুমার এনফোর্স টিমের উদ্যোগে আলু এবং পিঁয়াজের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে এক বিশেষ অভিযান পরিচালিত হলো। সদর মহকুমা প্রশাসনের নির্দেশে এনফোর্সমেন্ট টিম এদিন বাজার পরিদর্শন করে। সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে পণ্য বিক্রি হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই ক্রেতাদের মধ্যে অসন্তোষ ছিল। শুক্রবার সকাল থেকে মহারাজগঞ্জ বাজার (গোলবাজারে) আলু এবং পিঁয়াজের পাইকারি এবং খুচরো দাম যাচাই করা হয়। অভিযানে জানা যায়, বর্তমানে গোলবাজারে পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ৬৫ টাকা এবং খুচরোতে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু পাইকারিতে ৩১ টাকা এবং খুচরোতে ৩৫ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন। অনিয়মিত মূল্যে খাদ্যপণ্য বিক্রি রোধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এনফোর্স টিম এদিন দোকানদারদেরকে সতর্ক করেন এবং অতিরিক্ত দাম নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নাগালে রাখতে প্রশাসন এমন অভিযান আগামীতেও চালাবে বলে জানিয়েছে।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more