কৈলাশহর প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় কৈলাশহর গৌরনগর ব্লকের ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল মুতলিব এক বিস্ময়কর দলবদলের মাধ্যমে বিজেপি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। তবে এই সিদ্ধান্তের মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার সকাল বেলায় আবার সিপিআইএম ত্যাগ করে পুনরায় বিজেপি দলে ফিরে আসেন তিনি।
বুধবার অনুষ্ঠিত এই পুনরায় যোগদান সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি নেতা আনসার আলী, মনসুর আলী সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এদিন আব্দুল মুতলিবকে দলীয় পতাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় বিজেপিতে বরণ করে নেন অরুণ সাহা।
সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে আব্দুল মুতলিব জানান, মঙ্গলবার সিপিআইএম দল কর্তৃক ইসবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি উন্নয়নমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশ নিতে গিয়ে বুঝে ওঠার আগেই তাকে সিপিআইএম দলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয় এবং দলে যোগদান করানো হয়। তিনি জানান, জনগণের উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েই তিনি বিজেপি দলে রয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে দলের তরফ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং বিজেপির শীর্ষ নেতারা তার সিদ্ধান্তকে স্বাগত জানান।