গান্ধীগ্রাম, ০২ নভেম্বর ২০২৪ঃ ত্রিপুরা রাজ্যে যোগাসন চর্চাকে আরো সঠিক ও সংহতভাবে পরিচালনা করার উদ্দেশ্যে ‘ত্রিপুরা যোগা এসোসিয়েশন’ আগামী ৩রা নভেম্বর আগরতলার মেলারমাঠে একটি রাজ্য ভিত্তিক যোগাসন দলের গঠন হতে যাচ্ছে । এই উদ্যোগটি রাজ্যের যুবকদের মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। মোহনপুর মহকুমার যোগাসন কমিটি গঠন হয়েছে ২রা নভেম্বর, গান্ধিগ্রামস্থিত বিবেকানন্দ সৎসঙ্গে। আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম জেলার
সভাধিপতি বলাই গোস্বামী, ‘ত্রিপুরা যোগা এসোসিয়েশন’ এর উপদেষ্ঠা যীশু চক্রবর্ত্তী, সম্পাদক শ্রী দীব্যেন্দু দত্ত, বামুটিয়ার ব্লক চেয়ারম্যান দীপক সিনহা, পূর্ব ও উত্তর গান্ধীগ্রামের প্রধান জানকী বিশ্বাস এবং সুদর্শন ভট্টাচার্যী। সভায় উপস্থিত সকল সদস্য একযোগে রাজ্যে যোগাসনের প্রচার এবং চর্চাকে জনপ্রিয় করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা জানান, যোগাসন কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং মানসিক শান্তি ও সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যোগাসনের মাধ্যমে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার প্রতিকার এবং একটি সুস্থ জীবনধারার বিকাশের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ‘ত্রিপুরা যোগা এসোসিয়েশন’ এর মহকুমা কমিটি গঠনের ফলে এলাকার যুবক-যুবতীদের মধ্যে যোগাসনের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এতে করে নতুন প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, এমনটাই আশা করা হচ্ছে। অপরদিকে, ৩রা নভেম্বরের অনুষ্ঠানে যোগাসন দলের গঠন প্রক্রিয়ার পাশাপাশি বিভিন্ন যোগাসনের প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিও অনুষ্ঠিত হবে, যা অংশগ্রহণকারীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে স্থানীয় কমিটি গঠন করে যোগাসন চর্চাকে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে ‘ত্রিপুরা যোগা এসোসিয়েশন’ এর, যা যুব সমাজকে আরও বেশি করে স্বাস্থ্য ও যোগাসনে উৎসাহিত করবে। সংগঠনটি আশা করছে, তাদের এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের জনগণের মধ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারার দিকে প্রবাহিত হতে সক্ষম হবে।
সংবাদ পাঠাতে Whatsapp করুন 9436972092।
“ত্রিপুরা যোগা এসোসিয়েশন”