নন্দনগর, ২৬ অক্টোবর ২০২৪ঃ দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনতে নন্দননগরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ৬ আগরতলার মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ, যুবমোর্চার গ্রামীণ জেলার সভাপতি সুমন দাস, কাউন্সিলার সহ অন্যান কার্যকর্তাগন । এদিন তিনি স্থানীয় বাজারে উপস্থিত হয়ে শুধু প্রদীপই নয়, মাটির তৈরি বিভিন্ন সামগ্রীও কিনেন। এসময় তিনি রাজ্যের সকল নাগরিকদের মাটির প্রদীপ কেনার আহ্বান জানান, যা এ উৎসবের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বলেন, “দীপাবলি একটি উৎসব যা আমাদের জীবনকে আলোকিত করে। মাটির প্রদীপ ব্যবহার করে আমরা শুধু পরিবেশের প্রতি দায়বদ্ধতা জানাই না, বরং আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংযোগ বজায় রাখি।” তিনি আরও বলেন, “মাটির প্রদীপ জ্বালিয়ে আমরা ভালোবাসা, সুখ ও সমৃদ্ধির বার্তা পৌঁছে দিই।” রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি আগাম দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “এই উৎসবে সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উদযাপন করুক এবং আমাদের সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা পাক।” এদিনের কেনাকাটায় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য স্থানীয় জনগণের মধ্যে
উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে উৎসুক ছিলেন এবং মাটির প্রদীপ কিনতে উৎসাহিত হচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উজ্জীবিত হয়ে রাজ্যের মানুষও মাটির প্রদীপের দিকে ঝুঁকছেন। তারা বিশ্বাস করেন, এটি পরিবেশবান্ধব এবং দীপাবলির প্রকৃত চেতনা প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে মাটির প্রদীপের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহার এ ধরনের উদ্যোগ রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সংবাদ পাঠাতে Whatsapp করুন ৯৪৩৬৯৭২০৯২।