আগরতলা, ২৬ অক্টোবর ২০২৪ঃ গোপন সূত্রের ভিত্তিতে আগরতলার গোর্খা বস্তি এলাকা থেকে দুটি জোয়ারি আটক করেছে এনসিসি থানার পুলিশ। আটককৃতদের নাম সুমন সাহা এবং মীর বাহাদুর। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছ
থেকে উদ্ধার করা হয়েছে ১২৯৪৫ টাকা, ১১টি ডাইয়ার্স, ২টি বোর্ড, ২টি ডাব্বা এবং দুটি মোবাইল ফোন। এ বিষয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সুমন ও মীরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে জোয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং অবৈধ জোয়ারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
গোর্খা বস্তিতে জোয়ারি আটক
করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেন, অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে এবং যে কোন গোপন তথ্য জানাতে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশের এই সফল অভিযানের ফলে গোর্খা বস্তি এলাকা কিছুটা নিরাপত্তা পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
গোর্খা বস্তিতে জোয়ারি আটক