আগরতলা, ত্রিপুরা, ২২ অক্টোবর ২০২৪ঃ সার্কেট হাউস পুরনো রাজভবনের সামনে ভয়ঙ্কর যান দুর্ঘটনা! আহত ৯ জন ছাত্রী এবং ১ শিক্ষক! ভয়ঙ্করভাবে দুর্ঘটনাগ্রস্ত কমান্ডার! আগরতলা থেকে কামালঘাট যাওয়ার পথে ভিভিআইপি সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী কমান্ডার লোহার ডিভাইডার ভেঙে গুরুতরভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে ৯ জন ছাত্রী এবং ১ জন শিক্ষক আহত হয়েছেন। পুরনো রাজভবনের সামনে আজ দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আগরতলা থেকে কামালঘাটের দিকে যাত্রা করা একটি কমান্ডার গাড়ি ভিভিআইপি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা ৯ জন ছাত্রী এবং ১ জন শিক্ষক আহত হন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাঙা ডিভাইডারের পাশেই পড়ে থাকে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ির ধ্বংসাবশেষ। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসেন। হঠাৎ দেখি গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ডিভাইডারে ধাক্কা মারে। সবাই ভয় পেয়ে গেল, দৌড়ে গিয়ে দেখি অনেকেই আহত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে, চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”আমরা সব আহতদের চিকিৎসা করছি, তবে একজনের অবস্থা গুরুতর। তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়। এই দুর্ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারালো, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more