ত্রিপুরা, ৩ রা অক্টোবর, ২০২৪ — আজ বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (WFTU) তাদের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। এই বিশেষ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিকরা এবং সমর্থকরা মিলিত হয়েছেন পুঁজিবাদী সংকট এবং সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন । WFTU-এর সভাপতি আজকের অনুষ্ঠানে বলতে গিয়ে বলেন, “আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে, পুঁজিবাদের এই সংকট এবং সাম্রাজ্যবাদী যুদ্ধের দায় আমরা বহন করব না। শ্রমিক শ্রেণীর সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। আমাদের একতা এবং আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস আমাদের শক্তি।” তিনি আরও জানান, “আমাদের দাবি, অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের অধিকার এবং শর্তাবলী উন্নত করা আমাদের প্রধান লক্ষ্য। আমাদের সংগ্রাম সংগঠিত ও সংহতিমূলক হতে হবে। WFTU-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শ্রমিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে আন্তর্জাতিকতাবাদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তারা বলেন, “সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, বরং শ্রমিকদের একতাবদ্ধ হওয়ার এবং সংগ্রামের চেতনা পুনরুজ্জীবিত করার সুযোগ। WFTU-এর সদস্যরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, পুঁজিবাদী সঙ্কট এবং সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য। শেষে এ ও বলেন এটি আমাদের সমূহের শক্তি, আমাদের একতা এবং আমাদের সংগ্রাম।
সংবাদের জন্য ফোন করুন ৯৪৩৬৯৭২০৯২।