আগরতলা, ১ অক্টোবর ২০২৪: ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ বছর এই দিবসের প্রতিপাদ্য ছিল প্রবীণদের সম্মান ও স্বনির্ভরতা, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, “প্রবীণদের সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য একটি অমূল্য সম্পদ। সরকার প্রবীণদের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করেছে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন।” অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার, এল. টি ডার্লং, IAS, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সম্মানীত সচিব, এবং ডঃ বিশাল কুমার, IAS, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বজিৎ শীল, সহকারী জিলা সভাধীপতি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। তিনি বলেন, “প্রবীণদের প্রতি সম্মান জানানো আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের উচিত তাদের চাহিদা ও সমস্যাগুলো নিয়ে ভাবা এবং তাদের জন্য একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন কুমার দাস, IAS, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা, যিনি প্রবীণদের
কল্যাণে সরকারের নানা উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, “সরকার প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও সেবা প্রদানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।”অনুষ্ঠানটি নানা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে প্রবীণদের শিল্পকলার প্রদর্শনী ছিল। এই বিশেষ দিবসটি উদযাপন করা হল সমাজে প্রবীণদের গুরুত্বকে তুলে ধরার জন্য এবং তাদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।