New Delhi: মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন ,‘ বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি একজন অন্যতম সেরা ক্রিকেটার। ওর সঙ্গে ব্যাটং করতে খুব ভালো লাগত। কারণ আমরা দৌড়ে অনেক সিঙ্গেল রান নিতাম, যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম। বিরাটের সাথে আমার খুব বেশী সাক্ষাৎ হয় তা কিন্তু নয়, কিন্তু যখন কথা হয় তখনই চেষ্টা করি একটু আলাদা হয়ে কথা বলতে । তবে এটা ঠিক ভারতীয় দলের সর্বকালের দুই অন্যতম সেরা ক্রিকেটারের নামই মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। অতীতে ছিলেন কপিল দেব, সচিন তেন্ডুলকর। প্রাক্তন দুই অধিনায়ক ভারতকে দিয়েছেন অনেক সাফল্য। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত জিতেছে জোড়া বিশ্বকাপ, এছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তেমনই বিরাট কোহলি ব্য়াট হাতে গড়েছেন একদিনের ফরম্যাটে সর্বোচ্চ শতরানের নজির।
গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। ধোনির অধিনায়কত্বের সময়ই নিজেকে সবথেকে বেশি মেলে ধরেছিলেন বিরাট। তাই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে, এবার তাঁদের কেমিস্ট্রির কথা জানালেন এমএস ধোনি।বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি, দুই ক্রিকেটারেরই বড় অবদান রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতানোর বিষয়ে । ২০১১ ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, তেমনই চলতি বছরে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি। কেরিয়ারে প্রায় সব ট্রফিই জেতা হয়ে গেছে এই দুই তারকার। চলতি বছরের আইপিএল কোহলির জন্য অনবদ্য গেলেও, মাহির জন্য তেমন ভালো যায়নি । মাহির হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই এখনও পর্যন্ত ফুল ফিট হতে পারেননি । তবে দেখার বিষয় হচ্ছে আগামী আইপিএলে মাহি খেলবেন কিনা এখনও সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি । পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক এমএস ধোনি ।