বাংলাদেশে অশান্তির জেরে রাজ্যের সীমান্ত সিল করে দিতে বলেছিল প্রশাসন। কড়া নিরাপত্তার কথা বললেও বেআইনি অনুপ্রবেশ থামছে না। আগরতলা রেলষ্টেশনে গতকাল চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান, বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা নেওয়া হয়েছে। ধৃতরা হল- মহম্মদ শাহিদুল ইসলাম, আকবর আলি, মহম্মদ মণিমূল ইসলাম এবং আক্রাম হক। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more