হিতসাধনী গেস্ট হাউসে মিলনমেলায় রিটেইলারদের সম্মাননা, লাকি ড্র’তে ল্যাপটপ ও স্মার্ট টিভি বিতরণ – অনুষ্ঠানে প্রশংসায় মুখর অতিথিরা।
ধর্মনগর, ৭ই ডিসেম্বর ২০২৫ঃ উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো “লংতরাই রিটেইলার্স মিট – ২০২৫”। লংতরাই কোম্পানির উদ্যোগে ধর্মনগরের হিতসাধনী গেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ব্যাপক সাড়া দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত খুচরো ব্যবসায়ীরা।

এই বিশেষ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন ধর্মনগর পুর পরিষদের মাননীয়া চেয়ারপারসন শ্রীমতি মিতালি রানী দাস সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার মাননীয় সেকেন্ড ইনচার্জ শ্রী তপন দাস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী প্রণয় ভূষণ সেন।
লংতরাই কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর শ্রী কৃষ্ণধন দেবনাথ, জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ, রিজিওনাল ম্যানেজার পলাশ সরকার, মার্কেটিং ম্যানেজার শ্রী রাজীব দেবনাথ সহ উত্তম দেব, দীপঙ্কর সাহা, গৌরব দেবনাথ ও আকাশ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নিহার রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। মাননীয়া চেয়ারপারসন শ্রীমতি দাস সেন সহ অন্যান্য অতিথিরা যৌথভাবে প্রদীপ প্রজ্বালন করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ধর্মনগরের শিল্পীরা, যা গোটা হলঘরকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে শ্রীমতি দাস সেন লংতরাই কোম্পানির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এমন ধরনের অনুষ্ঠান ব্যবসায়িক ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। বিশেষ অতিথি শ্রী তপন দাস বলেন, বর্তমান সময়ে পাঁচশোর অধিক বেকার যুবক লংতরাই কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে জেনে তিনি অত্যন্ত গর্বিত এবং কোম্পানির কর্ণধারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মানিত অতিথি প্রণয় ভূষণ সেন তাঁর বক্তব্যে বলেন, একটি কোম্পানি যদি ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানে মোট ১৩ জন রিটেইলারকে সর্বাধিক বিক্রেতা (টপ সেলার) হিসেবে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় লাকি ড্র কুপন খেলা।
লাকি ড্র’তে প্রথম পুরস্কার হিসেবে একটি HP কোম্পানির ল্যাপটপ প্রদান করা হয় কুমারঘাটের ব্যবসায়ী ঝঞ্জা রায়-এর হাতে। দ্বিতীয় পুরস্কার হিসেবে দুইটি ৩২ ইঞ্চি স্মার্ট LED টিভি প্রদান করা হয় ধর্মনগরের ব্যবসায়ী প্রদ্যুৎ সেন ও দশদার ব্যবসায়ী আশুতোষ দাস-কে। তৃতীয় পুরস্কার হিসেবে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয় যথাক্রমে কাঁঠালতলীর আকমান উদ্দিন, কৈলাশহরের নাথ স্টোর এবং ধর্মনগরের অনুপ রায়-এর হাতে। এছাড়াও মোট ১০টি শান্তনা পুরস্কার প্রদান করা হয় অন্যান্য বিজয়ীদের।
অনুষ্ঠানে প্রায় ৩৫০-র বেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেন, যা এই আয়োজনকে এক অনন্য মাত্রা দেয়। একইসঙ্গে উপস্থিত রিটেইলারদের মধ্য থেকে ১৫ জন ব্যবসায়ী তাদের মূল্যবান মতামত ও বক্তব্য উপস্থাপন করেন।
সব মিলিয়ে “লংতরাই রিটেইলার্স মিট – ২০২৫” শুধুমাত্র একটি ব্যবসায়িক অনুষ্ঠান নয়, বরং এক মিলনমেলা ও ভবিষ্যতের সম্ভাবনার এক শক্তিশালী মঞ্চ হিসেবে চিহ্নিত হয়ে থাকল।








