সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান; আনুমানিক সাত লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারের দাবি তেলিয়ামুড়া থানার ওসির।
তেলিয়ামুড়া, ত্রিপুরা । ৪ ডিসেম্বর ২০২৫ঃ তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় বিশেষ অভিযানে এক মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশের তরফে দাবি, ওই মহিলার কাছ থেকে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জানান, তাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল যে রেলস্টেশন চত্বরে নেশা সামগ্রী পাচারের চেষ্টা চলতে পারে। সেই সূত্রে ভিত্তি করেই পুলিশের একটি বিশেষ দল এলাকায় নজরদারি বাড়ায় এবং সন্দেহভাজন মহিলাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশ দাবি করছে, ওই মহিলার কাছ থেকেই উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় সাত লক্ষ টাকা।

ওসি জয়ন্ত দে আরও জানান, প্রাথমিকভাবে মহিলা খয়েরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নেশা সামগ্রী পাচারে তার সম্পৃক্ততা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত জোরদার করা হয়েছে। আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই অভিযানের মাধ্যমে নেশা সামগ্রী পাচারচক্রের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক ধরা পড়েছে বলে তাদের ধারণা। তবে ঘটনার সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে, সেটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।
Read more: তেলিয়ামুড়ায় ব্রাউন সুগারসহ আটক খয়েরপুরের মহিলা।রেলস্টেশন মতো জনবহুল এলাকায় এভাবে নেশা সামগ্রী বহনের অভিযোগ উঠতেই সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে। স্থানীয় মহলে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার প্রশ্ন তুলেছে।








