১৭৯টি সমিতির গৌপালক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে ৫৭ লক্ষ টাকার বোনাস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও গোমতী মিল্ক ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ।
খোয়াই, ত্রিপুরা । ২৪ সেপ্টেম্বর ২০২৫ঃ ত্রিপুরার খোয়াই জেলার চেবরী বাজারস্থিত অটল কৃষ্টি ভবনে এক হৃদয়গ্রাহী ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লোকনাথ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত বোনাস প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২৫-এর প্রাক্কালে গোমতী মিল্ক ইউনিয়নের আওতাধীন ১৭৯টি সমিতির গৌপালক কৃষকদের মধ্যে বোনাস ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭-কল্যানপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পিনাকী দাস চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী মিল্ক ডাইরির চেয়ারম্যান শ্রী রতন ঘোষ এবং সমবায় সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
এই অনুষ্ঠানে মোট ৫৭ লক্ষ টাকা ব্যয়ে গৌপালকদের বোনাস প্রদান করা হয়, যা তাদের সারাবছরের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়েছে।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন,
“দুধ উৎপাদনে আমাদের গৌপালক কৃষকরা প্রতিদিন যেমন কঠোর পরিশ্রম করে চলেছেন, তেমনি তাঁদের এই অবদান আমাদের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। এই বোনাস শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্মানের বহিঃপ্রকাশ।”
গোমতী মিল্ক ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ তাঁর বক্তব্যে জানান,
“গোমতী ডেয়ারির আজকের এই সফলতা সম্ভব হয়েছে কৃষকদের উৎপাদনের ধারাবাহিক সাফল্য, নিষ্ঠা ও আন্তরিকতার কারণেই। ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও লাভজনক দুধ উৎপাদনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।”
উল্লেখযোগ্য যে, বোনাস প্রদান অনুষ্ঠানের মাধ্যমে গৌপালক কৃষকদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে। তাঁরা এই সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত বলে জানিয়েছেন।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।








