শান্তিরবাজার ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক হল ঘরে ১০৪ জনের স্বাস্থ্য পরীক্ষা; সমাজসেবামূলক কাজে নিয়মিত অংশ নেওয়ার সংকল্প প্রেসক্লাবের।
শান্তিরবাজার, ত্রিপুরা । রিপোর্ট – বাহাদুর ত্রিপুরাঃ আজ সোমবার, শান্তিরবাজারে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল অন্ধ্রপ্রদেশের গ্রেট ইসন্টা মেডিকেল কলেজ ও শান্তিরবাজার প্রেসক্লাব। সকাল ১১টা থেকে শুরু হয়ে, ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক হল ঘরে অনুষ্ঠিত হয় এক বিনামূল্যের স্বাস্থ্য শিবির।
এই শিবিরে শান্তিরবাজার এলাকার সর্বস্তরের নাগরিকরা অংশগ্রহণ করেন। প্রায় ১০৪ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা রোগীদের রক্তচাপ, সুগার, ওজন, চক্ষু, সাধারণ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রয়োজনে পরামর্শ দেন চিকিৎসা গ্রহণের জন্য।
এই কর্মসূচি শুধু চিকিৎসা সেবা দেওয়া নয়, বরং সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি মহতী প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে। শান্তিরবাজার প্রেসক্লাব জানিয়েছে, এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি তারা প্রতি বছরই আয়োজন করার পরিকল্পনা নিয়েছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে— এমন মহৎ উদ্যোগে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
শান্তিরবাজার প্রেসক্লাবের এক প্রতিনিধি বলেন, “সমাজের প্রতিটি স্তরে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে একটি সুস্থ, সচেতন ও সংহতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের এই যাত্রায় সকলের অংশগ্রহণ একান্ত কাম্য।”
সকল অংশগ্রহণকারী, আয়োজক এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সফলভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে দুপুরের দিকে।








