সাতচাঁদ ব্লকে ‘আশা’ সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ— নিজ দলের নেতা-কর্মীদের হাতেই গুঁড়িয়ে গেল বিজেপি বুথ অফিস, নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ।
সাব্রুম, ত্রিপুরা । নিউজ ডেস্ক । ১০ সেপ্টেম্বর ২০২৫ঃ ত্রিপুরার দক্ষিণ অংশে বিজেপির অন্দরেই দেখা দিয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ ব্লকে ‘আশা’ সুপারভাইজার নিয়োগকে ঘিরে সৃষ্টি হয়েছে বিস্তর উত্তেজনা। এই নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগে বিজেপিরই একাংশ ক্ষোভে ফেটে পড়ে— যার ফলস্বরূপ গুঁড়িয়ে দেওয়া হয় দলেরই একটি বুথ অফিস।
ঘটনাটি ঘটেছে সাব্রুম মন্ডলের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশার সুপারভাইজার পদে দলীয় কর্মীদের উপেক্ষা করে, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বাইরের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এখানেই শুরু হয় সমস্যার সূত্রপাত।
এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী। ক্ষোভ এতটাই চরমে ওঠে যে, খোদ বিজেপি মন্ডল সভাপতি গৌতম ত্রিপুরার নিজ এলাকায় তাঁদের দলের বুথ অফিসেই হামলা চালান কিছু যুবক, যাঁরা সকলেই স্থানীয়ভাবে বিজেপির কর্মী বলেই পরিচিত। তারা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন।
ভাঙচুরের পর ওই বুথ অফিস এখন কার্যত অচল অবস্থায়। স্থানীয় নেতৃত্বকে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করলেও, কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মন্ডল সভাপতি নিজে।
বিশেষজ্ঞ মহলের মতে, এই ধরণের গোষ্ঠীদ্বন্দ্ব কেবল দলের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং নিচুতলার কর্মীদের মধ্যে অনাস্থা ও বিভাজন বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে এমন একটি সময়ে, যখন রাজ্যজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও সংগঠন মজবুত করার দিকে নজর দেওয়ার কথা, তখনই ভেতরের এই লড়াই বিজেপির ভবিষ্যতের জন্য অশনিসংকেত।








