বৃক্ষরোপণ কর্মসূচিতে খোয়াইয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পরিবেশ সচেতনতায় একাত্ম বিজেপি নেতৃত্ব।
খোয়াই, ত্রিপুরা । ১৮ জুলাই ২০২৫ । রিপোর্ট; কালীদাস ভৌমিকঃ পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে খোয়াই জেলার ধলাবিল কালীমন্দির প্রাঙ্গণে আজ এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
এই কর্মসূচিতে শুধুমাত্র রাজ্য সভাপতি নয়, উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য ও জেলা স্তরের নেতা-নেত্রীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন ও খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, এবং খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস।
এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে ধলাবিল এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজেপির বিভিন্ন স্তরের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষও উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেন উপস্থিত নেতারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন—
“সবুজায়ন ও পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এ আমাদের সকলের সামাজিক কর্তব্য। রাজ্য জুড়ে বিজেপি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই দায়িত্ব পালনের উদ্যোগ নিয়েছে।”
বিধায়ক কল্যাণী সাহা রায়ও বলেন—
“ধলাবিল এলাকায় এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই এমন কর্মসূচি প্রত্যন্ত এলাকাগুলিতেও ছড়িয়ে পড়ুক।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রশাসনিক ও সামাজিক দিক থেকে যথেষ্ট ইতিবাচক বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।








