
খোয়াই ,ত্রিপুরা ২৩ মে:সম্প্রতি ঘটে যাওয়া কালবৈশাখীর প্রবল ঝড়ে তছনছ হয়ে যায় খোয়াই জেলার একাধিক এলাকা। ঝড়ের দাপটে বহু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, অনেকেই চরম দুর্ভোগের সম্মুখীন হন। এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। শুক্রবার বিকেল ৩টায় খোয়াই জেলাশাসক কার্যালয়ের স্থায়ী অফিসে অনুষ্ঠিত হয় ত্রাণ বিতরণ কর্মসূচি।এই অনুষ্ঠানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে খোয়াই পুরসভার তিনটি ওয়ার্ডের মোট ১৬ জন ক্ষতিগ্রস্ত বাসিন্দার হাতে ত্রিপল ও বাসনপত্র তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।অনুষ্ঠানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির খোয়াই জেলা শাখার চেয়ারম্যান হরি শংকর পাল বলেন, “আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রক্তদান হোক বা প্রাকৃতিক দুর্যোগ—প্রতিটি সংকটের সময়ে আমরা মানুষের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব।” তিনি আরও বলেন, “এই উদ্যোগ শুধু ত্রাণ বিতরণ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রচেষ্টা।”এইদিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রবীর দাস, কাউন্সিলর সিঙ্কু পাল, কাউন্সিলর বর্ণালী দেবদাস, অফিস সেক্রেটারি সুজিত ভট্টাচার্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকগণ। সকলে একত্রে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের প্রতি সহমর্মিতা ও সহায়তার বার্তা পৌঁছে দেন।এই মানবিক পদক্ষেপ প্রমাণ করে, যেকোনো দুর্যোগে সম্মিলিত প্রয়াস ও সহানুভূতির মাধ্যমে সমাজের বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো যায়—এবং ঠিক সেই পথেই এগিয়ে চলেছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি।প্রয়োজনে এই স্ক্রিপ্টটি আরও সম্প্রসারণ বা রেডিও/টিভি উপযোগীভাবে সাজিয়ে দিতে পারি—জানাতে পারেন।