
আমবাসা, ত্রিপুরা, ১৮ মে ২০২৫: ভারতীয় সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ আমবাসা শহরে আয়োজিত হলো এক বিশাল র্যালি। তৃণমূল কংগ্রেসের যুব শাখার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের উদীয়মান যুব নেতা শান্তনু সাহা।
র্যালিটি সকাল থেকেই আমবাসার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হাজারো দলীয় কর্মী-সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে নানা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে লেখা ছিল “জয় হিন্দ”, “সেনাবাহিনী আমাদের গর্ব” এবং “দেশের রক্ষাকর্তাদের প্রতি কৃতজ্ঞতা”র মতো স্লোগান।
শান্তনু সাহা তার বক্তব্যে বলেন,

“আমাদের দেশের প্রতিটি মানুষ আজ নিরাপদে বসবাস করছে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের জন্য। তৃণমূল কংগ্রেস এই জাতীয় শক্তির প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এই র্যালির আয়োজন করেছি এবং এই বার্তা দিতে চাই যে, ত্রিপুরার জনগণও তাঁদের পাশে আছে।”
র্যালিতে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় জনগণ। তাঁরা সকলে একসঙ্গে ভারতমাতা ও সেনাবাহিনীর গৌরবগাথা নিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে পরিবেশকে মাতিয়ে তোলেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে আমবাসা শহরে তৈরি হয় এক ধরনের উৎসবমুখর পরিবেশ। র্যালি শেষে শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত জনসভা, যেখানে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়।
এই ধরনের কর্মসূচি সমাজে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং তরুণ প্রজন্মের মধ্যে সেনাবাহিনীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করে বলে মত অনেকের।