পলাতক কাইজার দেববর্মা: জমি কেলেঙ্কারির নতুন তথ্য।

আগরতলা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: দীর্ঘদিন ধরে পলাতক থাকা কাইজার দেববর্মা অবশেষে গ্রেপ্তার হলেন। শিল্প বাণিজ্য দপ্তরের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা কাইজার দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে জমি কেলেঙ্কারি মামলায়। এই কেলেঙ্কারি মামলাটি সংক্রান্তে অনেকেই গ্রেপ্তার হলেও এতদিন নিরাপদে ছিলেন কাইজার দেববর্মা।

১৩৩ কানি জমির প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ২০২৩ সালের ১২ জুলাই দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কেলেঙ্কারি প্রমাণিত হলেও কাইজারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অবশেষে গতকাল কৃষ্ণনগর থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

আন্তঃরাষ্ট্রীয় শর্তে জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে, অভিযুক্তরা ৪৮.৫২ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছিল, এবং পরে মিথ্যে জমি দলিল তৈরি করে তা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এছাড়াও, কাইজার দেববর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১, ৪৭২, ৪৭৩, ১২০ বি, ১৬৬, ২৫৫, ৪০৩ ধারাসহ একাধিক গুরুতর অভিযোগ।

এখন পুলিশের রিমান্ডে থাকা কাইজার দেববর্মার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছে: উত্তম সাহা, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য, রাজেশ ত্রিপুরা ও বিপ্লব শর্মা।

বিস্তারিত তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

    মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

    দিনটি কেমন যাবে আজকে আপনার।

    দিনটি কেমন যাবে আজকে আপনার।

    বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

    বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

    অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

    অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

    আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

    আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

    পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।

    পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।