কাতাল দীঘিতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক, নিহত বিপুল শব্দকরের মৃত্যুর কারণ তদন্তাধীন।

২৮ জানুয়ারী ২০২৫, কৈলাসহরঃ মঙ্গলবার সকালে শহরের কৈলাসহর এলাকার কাতাল দীঘিতে এক মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ, এবং তারা তদন্ত শুরু করে। নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেন কৈলাসহর পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার। তিনি জানান, মৃতদেহটি কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী বিপুল শব্দকরের। বিপুল স্থানীয় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তাঁর পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাউন্সিলর কাকলি মালাকার আরও জানান, বিপুল বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন এবং তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসীরা কাতাল দীঘির জলে মৃতদেহ ভাসতে দেখে এবং দ্রুত খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এরপর ঘটনাস্থলে ভিড় জমে যায় সাধারণ মানুষের। পরে, কৈলাসহর থানার পুলিশ ডুবুরি দল পাঠিয়ে কাতাল দীঘির জল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, বিপুল শব্দকর কৈলাসহর পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করতেন। উদ্ধার হওয়া মৃতদেহটি পরবর্তীতে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিপুলের মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে জানান পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী।

এখন পর্যন্ত পুলিশ জানিয়েছে, বিপুলের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলমান রয়েছে।

  • Related Posts

    “WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

    “WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

    Read more

    Continue reading
    দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

    দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    “WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

    “WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

    দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

    দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

    জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে AISEC-এর সরব প্রতিবাদ — ৯ মে বিকল্প শিক্ষানীতির খসড়া প্রকাশের ঘোষণা।

    জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে AISEC-এর সরব প্রতিবাদ — ৯ মে বিকল্প শিক্ষানীতির খসড়া প্রকাশের ঘোষণা।

    রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১০১৩ টাকা।

    রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১০১৩ টাকা।

    ত্রিপুরার আগরতলা দুর্গাবাড়ি মন্দিরে চলছে সপ্তমী পূজা ।

    ত্রিপুরার আগরতলা দুর্গাবাড়ি মন্দিরে চলছে সপ্তমী পূজা ।

    ত্রিপুরার ICFAI বিশ্ববিদ্যালয়ে ‘ICARIA’ টেকনো-সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি ব্যবসায়ী রতন দেবনাথ।

    ত্রিপুরার ICFAI বিশ্ববিদ্যালয়ে ‘ICARIA’ টেকনো-সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি ব্যবসায়ী রতন দেবনাথ।