
ত্রিপুরা, ১৯ জানুয়ারি, ২০২৫: ত্রিপুরা সরকারের উদ্যোগে রাজ্যের ১২৯৬টি স্কুলে ককবরক ভাষা পাঠ্যক্রম হিসেবে চালু করা হয়েছে। ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত এই ভাষার পাঠ্যক্রম চালু আছে । ককবরক ভাষার গুরুত্ব এবং সংরক্ষণে ত্রিপুরা সরকারের এই পদক্ষেপ বিশেষ প্রশংসিত হচ্ছে। রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বর্তমানে ১২ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ককবরক ভাষায় পড়াশোনা করছে।
এছাড়া, মন্ত্রী আরও জানান, ককবরক ভাষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা চালু করা আছে, যাতে শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় শিক্ষা অর্জন করতে পারে এবং ভাষার প্রতি আগ্রহ ও শ্রদ্ধা বৃদ্ধি পায়।
ত্রিপুরার সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ককবরক ভাষা ত্রিপুরার আদি ভাষা, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ভাষাটি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরো গভীরভাবে জানানো সম্ভব হবে বলে আশাবাদী রাজ্যের সরকার।
এছাড়া, ককবরক ভাষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।
https://virtual-local-numbers.com/countries/1240-india-toll-free-numbers.html
https://babu88-in.com/casino/
Everything, everything.
I consider, that you are not right. I can defend the position.
I am sorry, that I interfere, there is an offer to go on other way.
In it all business.
In my opinion you are not right. Let’s discuss. Write to me in PM, we will talk.
просто улет
I apologise, but, in my opinion, you are not right. I am assured. I can prove it. Write to me in PM, we will communicate.
https://www.123easy4me.com/members/winnitalycom.35/