আগরতলা, ০৭ ডিসেম্বর ২০২৪ঃ ত্রিপুরার বুকে এক যুগের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন হলো আজ। দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতায় স্টেপ আপ ড্যান্স এন্ড ফিটনেস জোন থেকে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ
উত্তরণের এই অধ্যায়টি সত্যিই অনুপ্রেরণার। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ ‘স্টেপ আপ’ একটি আলোকিত নাম হয়ে উঠেছে। আজ সন্ধ্যায় বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ত্রিপুরা শাখা আয়োজিত শারদ সম্মাননা ২০২৪ এর আয়োজনের মধ্যে, স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, সন্দীপ বার, শারদ সেরা সাংস্কৃতিক সংগঠক হিসেবে এই সম্মাননায় ভূষিত হন। এই সম্মাননা প্রাপ্তির জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সন্দীপ বার সংবাদমাধ্যমের কাছে জানান, “এই অনন্য সম্মান আমি আমার পিতা, মাতা, স্টেপ আপের সকল শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, অভিভাবক, সকল শিক্ষক, ত্রিপুরাবাসী সহ সকল প্রিয়জনদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এই অর্জন একার নয়, এটি সকলের সম্মিলিত
প্রচেষ্টার ফল।” এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজসেবী বিপ্লব কর। সম্মানিত অতিথি ছিলেন উত্তর পূর্ব ভারতের স্বনামধন্য সংবাদ মাধ্যম স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে এবং বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ত্রিপুরা শাখার সভাপতি, ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক। এই অনুষ্ঠানটি ছিল ত্রিপুরার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তার অবদান এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য সর্বসাধারণের প্রশংসা অর্জন করেছে।