আগরতলায় ৪৩তম বইমেলা ২০২৫-এর পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ঃ  আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ৪৩তম বইমেলা ২০২৫-এর পরিচালন কমিটির সভা। এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা সহ সভাধিপতি বিশ্বজিত শিল, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের সভায় বইমেলা ২০২৫-এর সফল আয়োজনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মেলার স্থান ও থিম সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। এছাড়া, ৪২তম বইমেলার সাফল্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। বিম্বিসার ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘‘৪২তম বইমেলা গত বছরের তুলনায় আরো বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছিল এবং বইপ্রেমী দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। তবে আগামী ৪৩তম বইমেলাকে আরো দর্শনীয় ও সফল করে তোলার জন্য আমাদের সকলকে আরো নিবেদিত মনোভাবে কাজ করতে হবে।’’ তিনি আরো যোগ করেন যে, আগামী বইমেলার থিম ও স্থান চূড়ান্ত করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। অগাস্ট ও নভেম্বরের মধ্যে বইমেলা আয়োজনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয় এবং আগামী বছরের বইমেলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা।

সভায় আগামী বছরের বইমেলা উদযাপনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, ৯ মাসের মহাকাশ যাত্রার শেষে অনুভূতি প্রকাশ।

দিনটি কেমন যাবে আজকে আপনার।

দিনটি কেমন যাবে আজকে আপনার।

বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের নেতার গ্রেফতার: মিথ্যা অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ।

অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ: প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধ।

আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

আগরতলায় “পার্পল ফেয়ার ২০২৫” এর সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতি।

পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।

পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।