আগরতলা, ১৮ নভেম্বর ২০২৪ঃ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষা, কিন্তু পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে পারছেন না উপজাতি ছাত্রছাত্রীরা। তাদের দাবি, এক সপ্তাহ আগে জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ প্রদান করার আশ্বাস দিলেও আজ দুই সপ্তাহ অতিক্রম হলেও এখনো তাদের স্কলারশিপ মিটানো হয়নি। আজ সকালে এক দল উপজাতি ছাত্রছাত্রী, বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে আবারো জনজাতি কল্যাণ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় এক ছাত্রীর অভিযোগ, “কলেজের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রথম সেমিস্টারের যাবতীয় ফি জমা দিতে হবে। কিন্তু যদি আমাদের স্কলারশিপ মিটিয়ে না দেওয়া হয়, তাহলে পরীক্ষার ফি কোথায় থেকে দেবো?” গত ১ নভেম্বর, বকেয়া স্কলারশিপের দাবিতে যখন তারা জনজাতি কল্যাণ দপ্তরে যোগাযোগ করেছিলেন, তখন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ফিজিক্যাল ইন্সপেকশন করে যদি তারা সত্যিকারের ছাত্র-ছাত্রী হন, তবে এক সপ্তাহের মধ্যে তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে। কিন্তু দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও তাদের আর কোন সাড়া মেলেনি। আজ তাদের দাবির সমর্থনে দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে, ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে একজন ছাত্র জানান, “আমরা দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান চাই, কিন্তু দপ্তরের কোন হেলদোল নেই। আমরা কোনো উপায় না পেয়ে আবারও এখানে এসে দাঁড়িয়েছি।” উল্লেখ্য, জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে দপ্তরের কর্মকর্তারা। এদিকে, উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তারা মনে করছেন, দ্রুত বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে তাদের পড়াশোনার পথে বড় বাধা সৃষ্টি হবে।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more