উদয়পুর, ত্রিপুরা, ১৯ অক্টোবর ২০২৪ঃ গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো মাতাবাড়ি দেওয়ালী মেলা-২০২৪ এর দ্বিতীয় প্রস্তুতিমূলক বৈঠক। এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি শ্রী দেবল দেবরায়, পৌরপিতা শ্রী শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মাননীয় জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মাননীয় উদয়পুর মহকুমা শাসক, মাতাবাড়ি ব্লকের সমষ্টি
উন্নয়ন আধিকারিক, জেলার সহ সভাধিপতি, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মহোদয়া এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল মাতাবাড়ি দেওয়ালী মেলার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন ও অন্যান্য মৌলিক সুবিধাসমূহ। সভাধিপতি শ্রী দেবল দেবরায় সভায় উল্লেখ করেন, “এই মেলা শুধু আমাদের ঐতিহ্যকে তুলে ধরে না, বরং এলাকার অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই এই মেলা যেন সফলভাবে অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা হয়।” বৈঠকে মাতাবাড়ি দেওয়ালী মেলার সময়সূচি, স্থান, এবং অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মেলার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য মেলা এবং স্থানীয় শিল্পীদের প্রদর্শনীর জন্য বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করেন। এছাড়া, জেলা পুলিশ সুপার সুরক্ষা ব্যবস্থার ওপর জোর দেন এবং
জানান, “মেলার সময় নিরাপত্তা একটি প্রধান দায়িত্ব। আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে মেলা ভালো ভাবে এবং নিরাপদে অনুষ্ঠিত হয়।” এ বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এই বছর মেলা আরও বড় আকারে এবং বিভিন্ন অনুষ্ঠানসহ উদযাপন করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হবে। অতিথিরা জানিয়ে দেন যে, তারা এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন, যাতে মাতাবাড়ি দেওয়ালী মেলা সফলভাবে সম্পন্ন হয়। মেলার প্রস্তুতি নিয়ে এই বৈঠকটি গোমতী জেলা তথা মাতাবাড়ির বাসিন্দাদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে, এবং আসন্ন দেওয়ালী উৎসবকে আরও আনন্দময় করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ পাঠাতে Whatsapp করুন 9436972092