ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের(TPSC) Election Inspector পদের পরিক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। Election Inspector পদটির পরিক্ষার দিন পূর্বে কিছু কারণ বসত বাতল করা হয়েছিল এখন Election Inspector পদটি পুনরায় পরিক্ষা করার সিন্ধান্ত নিয়েছে ‘ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের(TPSC)’ ।
TPSC Election Inspector Recruitment 2024: Exam Dates Release.
Advertisement No. 13/2023 dated 16.09.2023
TPSC Election Inspector Recruitment 2024: Exam Dates Release.
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে Election Inspector পদে নিয়োগের জন্য উপরে উল্লেখিত বিজ্ঞাপনের প্রাথমিক পরীক্ষা 22.12.2024 তারিখে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য অস্থায়ী Admit Card কমিশনের ওয়েবসাইটে 12.12.2024 তারিখ থেকে পাওয়া যাবে। এই নিয়োগের জন্য প্রার্থীদের বিস্তারিত প্রোগ্রাম এবং নির্দেশাবলী যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। অনিবার্য পরিস্থিতিতে কমিশন পরীক্ষার তারিখ পরিবর্তন/পুনঃনির্ধারণ করার অধিকার রয়েছে ।
TPSC Election Inspector Recruitment 2024: Exam Dates Release.
বিশদ জানতে টাইপ করুণ https://tpsc.tripura.gov.in