কৈলাসহর, ২৯ সেপ্টেম্বর: কৈলাসহর বিধানসভা এলাকায় রাজনৈতিক দৃশ্যপট একটি নতুন মোড় নিচ্ছে। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা ঘোষণা করেছেন যে, স্থানীয় বিজেপি শাসনের অবসান ঘটানোর পথে রয়েছেন তারা। এই লক্ষ্যকে সামনে রেখে, গৌরনগর ব্লকের পশ্চিম-ইয়াজিখাওরা গ্রাম-পঞ্চায়েতের ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত দুই পঞ্চায়েত মেম্বার কংগ্রেস দলে যোগদান করেছেন।নবাগত সদস্যদের কংগ্রেস দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্থানীয় জনগণের কাছে একটি আশার বাণী হিসেবে প্রতিস্থাপন হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন রাজ্যের জাতি-উপজাতির জনপ্রিয় নেতা ও রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় বীরজিৎ সিনহা। এসময় উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী রুদ্রেন্দু ভট্রাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিভিন্ন পদাধিকারীগণ।বীরজিৎ সিনহা বলেন, “এই নতুন যোগদান আমাদের দলের শক্তিকে বাড়াবে এবং কৈলাসহর বিধানসভা এলাকার উন্নয়নে নতুন দিশা দেখাবে। আমরা সবার সহযোগিতায় বিজেপি মুক্ত কৈলাসহর গড়ার লক্ষ্যে কাজ করব।”এদিকে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের এই অভিযানের প্রেক্ষাপটে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, এবং তারা আশাবাদী যে, কংগ্রেসের নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও সমৃদ্ধি আসবে। কংগ্রেসের এই নতুন রাজনৈতিক কৌশল এবং স্থানীয় জনতার সহযোগিতায় দেখা যাক, কৈলাসহর বিধানসভা আগামী দিনে কোন দিকে যায়।
সংবাদ পাঠাতে ফোন করুণ ৯৪৩৬৯৭২০৯২।