কৈলাশহর, ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর ২০২৪ঃ সুশাসনের জামানায় আবারও নাবালিকা মেয়ে অপহরণ ও খুনের অভিযোগ। ঘটনা কুমারঘাট থানা এলাকার পূর্ব কাঞ্চন বাড়ি ১ নং ওয়ার্ড এলাকায়।ঘটনার বিবরনে জানা যায়. কুমারঘাট থানাধিন পূর্ব কাঞ্চন বাড়ি ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা প্রনয় মালাকারের ১৬ বছর বয়সী কন্যা রিয়া মালাকার। দশম শ্রেণীর ছাত্রী মেয়েটিকে গত আগস্ট মাসের ১৬ তারিখ কুমারঘাট থানাধিন চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামে এক ছেলে মেয়েটিকে পুষলিয়ে অপহরণ করে নিয়ে যায়। তারপর মিঠুন দে নাবালিকা মেয়েকে অপহরণ করে তার বাড়িতে বেশ কয়েকদিন রাখার পর চলতি মাসের ৭ ই সেপ্টেম্বর মেয়েটির ফাঁসিতে আত্মহত্যা করে। মেয়েটি যেদিন অপহরণ হয়েছিল সেদিন মেয়েটির মা-বাবা বাড়িতে ছিল না বলে জানা গেছে মেয়েটির মা-বাবা ছিল আগরতলাতে চিকিৎসার জন্য। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকা মেয়েকে অপহরণ করে অভিযুক্ত মিঠুন দে। নাবালিকা মেয়ের পিতা মতা জানান উনার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অভিযুক্ত মিঠুন দে বাড়িতে নিয়ে রাখে , এবং নির্যাতন করে খুন করেছে অভিযুক্ত মিঠুন দে। তারপর মেয়েটির পিতা মাতা কুমারঘাট থানায় মামলা দায়ের করে। দশই সেপ্টেম্বর মামলাটি কুমারঘাট থানায় রেজিস্ট্রি হওয়ার পর কুমারঘাট থানার পুলিশ অভিযুক্ত মিঠুন দে কে গ্রেফতার করেছে।
কুমারঘাট থানার ওসি জানান সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্ত মিঠুন দে জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more